X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

ইসির নির্দেশ মানবেন না এমপি তুহিন!

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ২০:২৩আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২০:৩৪

আনোয়ারুল আবেদিন খান তুহিন রবিবার সকালে ভোট দিয়ে তারপর এলাকা ছাড়বেন বলে জানিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। বাংলা ট্রিবিউনকে শনিবার সন্ধ্যায় তিনি এ কথা জানান।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শনিবারের (৩০ মার্চ) মধ্যে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। বিকালে এ নির্দেশনা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান সারওয়ার জাহান।

সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন সন্ধ্যায় মোবাইলফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফরে ছিলাম। শনিবার (৩০ মার্চ) ভোরে ঢাকা থেকে নান্দাইলে গ্রামের বাড়ি জাহাঙ্গীরপুরে এসেছি। আসার পর থেকে বাড়িতেই অবস্থান করছি। কোথাও নির্বাচনি কাজে বের হইনি। এমনকি নেতাকর্মীদের আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্যও বলিনি। ইমেজ নষ্ট করার জন্য নৌকা প্রতীকের প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’

এমপি তুহিন আরও বলেন, ‘নির্বাচন কমিশনের এলাকার ছাড়ার নির্দেশনা সম্বলিত চিঠি কিংবা ফোন পাইনি। আগামীকাল রবিবার সকালে নিজ কেন্দ্রে ভোট দিয়ে ঢাকায় চলে যাবো।’

রিটার্নিং কর্মকর্তা দেওয়ান সারওয়ার জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি তুহিনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হাসান মাহমুদ জুয়েলের আনারস মার্কা প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়াসহ নেতাকর্মীদের কাজ করার জন্য উদ্বুদ্ধ করার অভিযোগ উঠেছে। ঢাকায় নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক চৌধুরী স্বপন লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় শনিবার কমিশন এই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার রির্দেশ দিয়েছে।’

আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক চৌধুরী স্বপন জানান, নির্বাচনি তফসিল ঘোষণা এবং প্রতীক বরাদ্দের পর থেকেই আনোয়ারুল আবেদিন খান তুহিন আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান করছেন। আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে ফেল করানোর লক্ষ্যে মোবাইলফোনে নেতাকর্মীদের আনারস মার্কার প্রার্তীকে ভোট দেওয়ার জন্য বলে যাচ্ছেন। নির্বাচনের আগের দিন এলাকায় অবস্থান করে প্রশাসনকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। নির্বাচন কমিশনের এই নির্দেশনা সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিবাচক।’

চতুর্থ ধাপে আগামীকাল রবিবার (৩১ মার্চ) ময়মনসিংহের ৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: 

আরও তিন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ

মুন্সীগঞ্জ সদরের সব কেন্দ্রে ইভিএমে ভোট

বাগেরহাট সদরে ইভিএমে ভোট

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজার বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস
হাজার বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস
ভারতে সাফের আগে বাংলাদেশের জোর প্রস্তুতি
ভারতে সাফের আগে বাংলাদেশের জোর প্রস্তুতি
ভোজ্যতেলের দাম বাড়াতে সরবরাহে কারসাজি?
ভোজ্যতেলের দাম বাড়াতে সরবরাহে কারসাজি?
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার, পুলিশে সোপর্দ
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার, পুলিশে সোপর্দ
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত