খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করেছে। সিন্ডিকেটের সভার সিদ্ধান্তেও এক দফায় অবিচল রয়েছেন তারা। অনশন অব্যাহত রয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে কফিন মিছিল বের করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশের সামনে দিয়ে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে ভবনের সামনে অবস্থান নেয়।
এখানে বেশ কিছু সময় ধরে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। আমার ভাই মরছে ভিসি কেন হাসছে? আমার ভাই শয্যায় ভিসি কেন ক্ষমতায়? দেখ ভিসি চোখ খুলে আমরা গুটিকয়েক নারে, কুয়েটিয়ানরা দিচ্ছে ডাক দালাল ভিসি নিপাত যাক, গদি ধরে মারো টান মাসুদ হবে খান খান, এক-দুই-তিন-চার ভিসি তুই গদি ছাড়, আমার ভাই অনশনে ভিসি কেন নিজ আসনে।
এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে শেষ করে। কফিন মিছিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা জানান, সিন্ডিকেট কী সিদ্ধান্ত নিলো তাতে কোনও ভাবনা নেই। ভিসির পদত্যাগ ছাড়া আমরা অনশন ভাঙবো না। আমরা চাই ভিসির পদত্যাগ।
শিক্ষার্থীরা বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রহসনমূলক। তারা একবার বহিষ্কার করে ভয়ভীতি দেখিয়ে আন্দোলন বানচালের চেষ্টা করে। আবার বহিষ্কার সিদ্ধান্ত প্রত্যাহার করেও শিক্ষার্থীদের অনশন ভাঙাতে চায়। আমরা সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যাচ্ছি। ভিসির পদত্যাগের এক দফা আদায় না হওয়া পর্যন্ত চলমান অনশন চলবে। আমরা প্রহসনের সিদ্ধান্ত চাই না। কার্যকর ও বাস্তব সিদ্ধান্ত দেখতে চাই।