X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

‘প্রয়োজনে লাশ হবো, তবু উপাচার্য পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশনে থাকবো’

খুলনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১২:০০আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের জন্য ক্যাম্পাসে এসে সরাসরি অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। কিন্তু শিক্ষার্থীরা দাবিতে অনড় রয়েছেন।

তারা পরিষ্কার জানিয়েছেন, ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশনে থাকবেন। প্রয়োজনে লাশ হবেন। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করেন, দ্রুত সিদ্ধান্ত নেন, আমাদের লাশ হতে দিয়েন না। তাদেরকে শান্ত করে শাস্তি প্রদানের চেষ্টা করলে সব বিশ্ববিদ্যালয় কুয়েট হয়ে উঠবে।

বুধবার (২৩ এপ্রিল) কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি উপস্থিত হয়ে শিক্ষা উপদেষ্টা অনশন ভাঙার আহ্বান জানান। এরপর ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। সকাল পৌনে ১০টার দিকে উপদেষ্টা ক্যাম্পাসে আসেন। আর কথা বলে সাড়ে ১০টায় উপদেষ্টা ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ফিরোজ সরকার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কুয়েট ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াস উপদেষ্টার সঙ্গে ছিলেন।

অনশনরত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টাকে বলেন, আমরা আগেই আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু তখন মামলা দিয়ে, বহিষ্কার করে আমাদের দমানোর চেষ্টা করা হয়েছে। এখন আমাদের আন্দোলন চলছে। আলোচনায় যাওয়ার কোনও সুযোগ নেই। তারা বলেন, শুরুতে হলে তালা দিয়ে রেখে রাজপথে রাতেও অবস্থান নিতে বাধ্য করা হয়েছে। কিন্তু হল খুলে দেওয়া হয়নি।

উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার সচেতন রয়েছে। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তদন্ত করে জানাবে। সে কমিটি আস্থার কমিটি। সে তদন্ত নিয়ে কোনও প্রশ্নের সুযোগ থাকবে না।

এদিকে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশনের ৪৩ ঘণ্টা অতিবাহিত হয়েছে বেলা পৌনে ১১টায়। ইতিমধ্যে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বেলা ১১টার দিকে আরও এক শিক্ষার্থী অসুস্থ হন।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে। অথবা তাকে নিজ থেকে পদত্যাগ করতে হবে।

/এফআর/
সম্পর্কিত
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো হল
খুলে দেওয়া হলো কুয়েটের আবাসিক হল
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
সর্বশেষ খবর
পাঁচ ইসলামি দলের যৌথ সভা
পাঁচ ইসলামি দলের যৌথ সভা
পাহাড় এখন পুরোটাই শান্ত, ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে
চবির ৫ শিক্ষার্থী অপহরণ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাপাহাড় এখন পুরোটাই শান্ত, ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে
স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
‘শেখ হাসিনার আগে জামায়াত, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিচার করতে হবে’
‘শেখ হাসিনার আগে জামায়াত, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিচার করতে হবে’
সর্বাধিক পঠিত
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা