X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ৪৫ লাখ টাকা

যশোর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৬

যশোর সদর উপজেলার ঢাকা রোড শেখহাটি বাঁশতলা এলাকায় মেসার্স বনরূপা ফার্নিচার নামে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ৪৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফার্নিচার দোকানের মালিক শফিকুল ইসলাম। অবশ্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বলছেন, আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। ক্ষতির পরিমাণ ১০-১১ লাখ টাকার মতো।

ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুই ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরেকটি ইউনিট সেখানে যায় এবং ফায়ার সার্ভিসের অনুরোধে সেনানিবাস ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সবমিলিয়ে পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে পাশের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে দোকানের বিভিন্ন ধরনের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল, কাঠ কাটা ও ফিনিশিংয়ের চারটি মেশিন পুড়ে যায়।

ফার্নিচার দোকানের মালিক যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, দোকানে সেগুন, মেহগনি, কাঁঠালসহ বিভিন্ন দামি কাঠের লগ, কাঠের আসবাবপত্র ও সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত আধুনিক মেশিন ছিল চারটি। আগুনে আমার প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ১০-১১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মানবেন্দ্রর বাড়ি পোড়ানোর রাতে ‘মিশন কমপ্লিট’ লেখা ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ৮
চিত্রশিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুন: উদীচীর তীব্র নিন্দা
গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীচিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে জেলা প্রশাসন
সর্বশেষ খবর
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেফতার
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেফতার
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
ঢাকা স্টেডিয়াম পরিদর্শনের পর যা বললেন সিঙ্গাপুরের ম্যানেজার
ঢাকা স্টেডিয়াম পরিদর্শনের পর যা বললেন সিঙ্গাপুরের ম্যানেজার
সর্বাধিক পঠিত
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ