ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ফলে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল ইসলাম এক চিঠিতে এ আদেশ দিয়েছেন বলে জানান ভোমরা স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ। চিঠিতে টানা নয় দিন কাস্টমস ও বন্দর বন্ধ থাকার কথা থাকলেও (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, ‘তবে বেনাপোলসহ অন্যান্য কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে তা পালন করা হয় না। বন্দর ব্যবহারকারীরা সবাই ছুটিতে চলে যাওয়ায় সবকিছু বন্ধ থাকে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ৬ এপ্রিল থেকে যথারীতি কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।’
আবু মুছা বলেন, ‘২৭ মার্চ বিকাল থেকে বন্ধ হয়ে যাবে ভোমরা ঘোজাডাঙ্গা বন্দরের মধ্যে আমদানি-রফতানি। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাড়িতে ঈদ করতে রওনা দেবেন। অনেক আমদানিকারক ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাবেন। সে কারণে কোনও পণ্য খালাস হবে না। ৬ এপ্রিল থেকে যথারীতি কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।’
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি তুফান দুলাল মণ্ডল বলেন, ‘ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ভোমরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল।’
বন্দরের উপপরিচালক হুমায়ুন কবির বলেন, ‘ঈদের ছুটিতে বন্দর এলাকায় যাতে কোনও ধরনের অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে, সেজন্য বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে।’