X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

যশোরের এক গ্রামে পাল্টাপাল্টি হামলা, ভয়ে বাড়ি ছেড়েছেন এলাকার বাসিন্দারা

যশোর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬

মাইকে ঘোষণা দিয়ে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের চার জনকে মারধর ও জখমের ঘটনার পর আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় হৈবতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পরিস্থিতি শান্ত করে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরাধীদের আটকে গোটা এলাকাজুড়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেছে।

আটক এড়াতে ও ফের হামলার ভয়ে দুই গ্রামের পুরুষ ও নারীরা পালিয়ে গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী এলাকার শান্তিপ্রিয় মানুষকে নিরাপদে থাকার পাশাপাশি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে সেচের পানি নিয়ে দ্বন্দ্বে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দা মেম্বার আনিছুর রহমান মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে এবং বড় হৈবতপুরের লোকজনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

যশোরের এক গ্রামে পাল্টাপাল্টি হামলা, ভয়ে বাড়ি ছেড়েছেন এলাকার বাসিন্দারা

এতে গুরুতর জখম হন হৈবতপুর গ্রামের চার জন বিএনপি ও যুবদলের নেতা। আহতরা হলেন- হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু (৪৪), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপি কর্মী জিয়া (৩৫) ও ৪ নং ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ পাপ্পু।

এ ঘটনার পর বড় হৈবতপুরের লোকজন মঙ্গলবার রাতে হামলা চালায় আব্দুলপুর গ্রামে। এতে তারা আনিছ মেম্বার, সাবেক ইউপি সদস্য মহসিনসহ চার জনের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ রাতেই আব্দুলপুর গ্রামে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এদিকে, বুধবার সকালে বড় হৈবতপুরসহ কয়েকটি গ্রামের শতাধিক লোক জোটবদ্ধ হয়ে পুনরায় হামলা চালায় বুড়ি ভৈরব নদের পাড়ে অবস্থিত কয়েকটি বাড়িতে। 
হামলাকারীরা এ সময় আব্দুলপুর গ্রামের রমজান আলী, লাল্টু, মিন্টু, ইসরাফিলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে ও তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, হামলাকারীরা গরু, ছাগল, হাঁস মুরগি, নগদ টাকা লুট করে নিয়ে গেছে। খবর পেয়েই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পরিস্থিতি শান্ত করে।

যশোরের এক গ্রামে পাল্টাপাল্টি হামলা, ভয়ে বাড়ি ছেড়েছেন এলাকার বাসিন্দারা

খবর পেয়ে ঘটনাস্থলে যান চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান। তিনি বিবদমান দুই গ্রামের মানুষকে শান্ত থাকার আহ্বান জানান। ঘটনার সুযোগ নিয়ে কেউ যাতে নিরীহ কোনও মানুষকে অন্যায়ভাবে আক্রমণ না করেন সে বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনার পর থেকেই গোটা এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। তিনি এলাকায় শান্তি বজায় রাখতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। গ্রামটিতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে অপরাধীদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

এদিকে, মঙ্গলবার হৈবতপুর গ্রামবাসীর ওপর হামলার ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির রাজু। আনিছ মেম্বারসহ ওই মামলায় আসামি করা হয়েছে ২০ জনকে। মঙ্গলবার রাতে মামলাটি হয়েছে বলে জানিয়েছে এসআই সাইফুল ইসলাম। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে সহিংসতা-মারামারি-খুন
দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত: বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
সর্বশেষ খবর
ভাটারায় ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভাটারায় ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সড়কে পথচারী পারাপারে চালু হচ্ছে সিগন্যাল লাইট
সড়কে পথচারী পারাপারে চালু হচ্ছে সিগন্যাল লাইট
কাশ্মীরে হামলার দিনেই ভারতের কোচকে প্রাণনাশের ‍হুমকি!
কাশ্মীরে হামলার দিনেই ভারতের কোচকে প্রাণনাশের ‍হুমকি!
নোয়াখালীতে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, প্রাণ গেলো একজনের
নোয়াখালীতে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন