X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ইজতেমায় অংশ নিতে আসছেন ভারতীয় মুসল্লিরা

বেনাপোল প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৮

৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা আসছেন বাংলাদেশে। মুসল্লিরা যশোরের শার্শার বেনাপোল দিয়ে আসছেন বাংলাদেশে। তবে তা পরিমাণে অনেক কম।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে দেখা গেছে, ভারতের বিভিন্ন রাজ‍্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে গত তিন দিনে মাত্র ২২০ জন মুসল্লি বাংলাদেশে প্রবেশ করেছেন।

তবে এবারের ইজতেমায় যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত কয়েক বছরের তুলনায় অনেক কম সংখ্যক বিদেশি মুসল্লি বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। গত কয়েক মৌসুমে এই চেকপোস্ট দিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার বিদেশি মুসল্লি বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতেন। কিন্তু গত বৃহস্পতিবার থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত তিন দিনে মাত্র ২২০ জন ভারতীয় মুসল্লি এসেছেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

ইজতেমার দ্বিতীয় দফায় যোগ দিতে কিছু বিদেশি মুসল্লি আসবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্বে ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব হবে। ওই দিন ফজর বাদ আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের এ বিশ্ব ইজতেমা শুরু হবে। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার শেষ পর্ব।

ভারতীয় মুসল্লিরা বেনাপোল স্থলবন্দর থেকে বাস কিংবা ট্রেনযোগে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছেন। তবে ইমিগ্রেশন এর ভেতরে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা গেছে মুসল্লিদের।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিদেশি মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া ও ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য তাবলিগ জামায়াতের ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন। তারা প্রতিদিন আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা জানান, ভারতের বিভিন্ন রাজ‍্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছেন। এবার খুবই কম সংখ্যক মুসল্লিরা আসছেন। বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশি মেহমানদের দ্রুততার সঙ্গে পাসপোর্টের কাজ সম্পন্ন করা হচ্ছে। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে পৃথক ডেস্ক খোলা হয়েছে। বিদেশি মেহমানদের পুলিশ ইমিগ্রেশন সদস্যরা সেবা দিচ্ছেন। বিদেশি মেহমানদের সেবা করতে পেরে আমরাও খুশি জানালেন ওসি।

/এফআর/
সম্পর্কিত
আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা
ইজতেমায় হামলার হুমকির অভিযোগে যুবক আটক, যৌতুকবিহীন ৯ বিয়ে
ইজতেমার দ্বিতীয় পর্বে ৪৯ দেশের ১০২৩ বিদেশি মুসল্লি, আসরের পর যৌতুকবিহীন বিয়ে
সর্বশেষ খবর
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
২০২৮ সালের আইপিএল ৯৪ ম্যাচে করার ভাবনা
২০২৮ সালের আইপিএল ৯৪ ম্যাচে করার ভাবনা
কাঁদতে কাঁদতে অসুস্থ সেই শহীদকন্যার মা ও বোন, হাসপাতালে ভর্তি
কাঁদতে কাঁদতে অসুস্থ সেই শহীদকন্যার মা ও বোন, হাসপাতালে ভর্তি
হজ ফ্লাইট উদ্বোধন, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৩৯৮ জন
হজ ফ্লাইট উদ্বোধন, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৩৯৮ জন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু