কুষ্টিয়ার আদালত চত্বরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মহিবুল ইসলাম বাঁধনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তার রিমান্ড মঞ্জুর করেছেন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিবুল ইসলাম বাঁধন নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া জেলার সাবেক সহসভাপতি। তিনি কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।
ওসি শেহাবুর রহমান বলেন, ‘মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে শহরের হাউজিং এলাকা থেকে তাকে (বাঁধন) গ্রেফতার করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন পর্যন্ত এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার একটি আদালত থেকে মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় মাহমুদুর রহমানের ওপর হামলা করা হয়। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইটের আঘাতে তিনি রক্তাক্ত আহত হন। এ সময় তাকে বহনকারী গাড়ির গ্লাসও ভেঙে ফেলা হয়। পরে বিকেল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।