X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় ভল্ট ভেঙে চুরি, নগদ টাকাসহ সিসিটিভি হার্ডডিস্ক গায়েব

মেহেরপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ১৫:৩০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:৩০

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় রাতের আঁধারে ভল্ট ভেঙে টাকা চুরি সংঘটিত হয়েছে। ব্যাংকের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ভেতরে থাকা ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ব্যাংক খুলে এ ঘটনা দেখে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংকের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে চোর, এমনটাই জানান তারা।

দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখাটি একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত।

ব্যাংকের শাখা ম্যানেজার আব্দুল গাফফার বলেন, ‘বুধবার (৮ জানুয়ারি) নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। এ সময় ব্যাংকের লকার ভল্টে ৬ লাখ ৩৩ হাজার টাকা রাখা ছিল। সকালে খবর পাই ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে চোর। ব্যাংকটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ছিল। চোর সিসি ক্যামেরার হার্ডডিস্কটাও খুলে নিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে তাদের কয়েকটি টিম ঘটনাস্থলে আসে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

ব্যাংকে চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে ব্যাংকটির পেছন দিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে যায় চোর। ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ শুরু করেছে।

এদিকে, চুরি ঘটনায় আজ ওই শাখায় সকল ধরনের ব্যাংকিংসেবা ও লেনদেন বন্ধ রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নৈশপ্রহরী ও ব্যাংকের একজন অফিস সহকারীকে থানায় নিয়েছে পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার নিলামে এস আলম গ্রুপের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা
২২ বছর আগে চুরি করা মোটরের টাকা মালিককে ফেরত দিলেন চোর
চুরি হওয়া ১০৫ মিটার তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার
সর্বশেষ খবর
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ ছাত্রদল নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে
ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ ছাত্রদল নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু