X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

সাদ-জুবায়েরপন্থিদের বিরোধ, এক মসজিদ ঘিরে দিনভর কড়া নিরাপত্তা

খুলনা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৭

খুলনা মহানগরীর নিরালা সংলগ্ন তাবলিগ (মারকাজ) মসজিদে শুক্রবার (২৭ ডিসেম্বর) সাদ ও জুবায়েরপন্থি মুসল্লিদের বিরোধ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সেখানে দিনভর কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়।

মুসল্লি সূত্রে জানা গেছে, সাদপন্থিরা ঘোষণা দিয়েছেন, ১০ দিন জুবায়েরপন্থির কোনও মুসল্লি তাবলিগ মসজিদের নামাজ পড়তে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে জুবায়েরপন্থিরা ঘোষণা দেন শুক্রবার জুমার নামাজ নিরালা তাবলিগ মসজিদে আদায় করার। কিন্তু মুসল্লিদের মধ্যে ঝগড়া সৃষ্টি হতে না পারে সেজন্য খুলনার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনীর ফজরের পর থেকে কঠোর নিরাপত্তা দিতে শুরু করেন।

সাদ-জুবায়েরপন্থিদের বিরোধ, এক মসজিদ ঘিরে দিনভর কড়া নিরাপত্তা

সশস্ত্র বাহিনী এলাকার সাধারণ মুসল্লি বাদে সাদ ও জুবায়েরপন্থির কাউকেই ঢুকতে দেননি। নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেলা ১২টার সময় তাবলিগ মসজিদের প্রধান ফটকে তালাবদ্ধ করে রাখে।

এলাকা পর্যবেক্ষণ করে দেখা গেছে, সশস্ত্র বাহিনী নিরালা মোড় থেকে গল্লামারি মোড় পর্যন্ত কঠোর নিরাপত্তায় ছিলেন। কোনও অপ্রীতিকর  ঘটনা ঘটেনি এবং মসজিদের আশেপাশে সাদ বা জুবায়েরপন্থি কাউকেই দেখা যায়নি।

সাদ-জুবায়েরপন্থিদের বিরোধ, এক মসজিদ ঘিরে দিনভর কড়া নিরাপত্তা

নিরালা তাবলিগ মসজিদ সংলগ্ন নাজিরঘাট এলাকার বাসিন্দা নুর ইসলাম বলেন, মুসল্লিদের বিভাজনের কারণে তাবলিগ মসজিদে শুক্রবারে জুমার নামাজ আমরা পড়তে পারিনি। আমরা মুসলিম হিসেবে মুসলিমদের ভেতরে সাদ ও জুবায়েরপন্থি চাই না। সাধারণ মানুষের একটাই চাওয়া মুসলমানদের ভেতরে সব ভেদাভেদ বাদ দিয়ে সবাই একসঙ্গে নামাজ পড়বে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আহসান হাবিব বলেন, দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। ফলে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাত পৌনে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেই সব সদস্যকে প্রত্যাহার করা হয়। পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণেই রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রিটেনে মসজিদ ট্রাস্টের মিলিয়ন পাউন্ড ক্ষতির ঘটনায় চ্যারিটি কমিশনের সতর্কতা
পাগলা মসজিদের সিন্দুকে এবার পাওয়া গেলো রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা
জানা গেলো কত টাকা জমা পাগলা মসজিদের অ্যাকাউন্টে
সর্বশেষ খবর
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার নথিতে অসঙ্গতি
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার নথিতে অসঙ্গতি
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু