X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা, ‘চোর’ বলায় কিলঘুষিতে প্রাণ গেলো বৃদ্ধের

যশোর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৯:৩৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৯:৩৪

প্রতিবেশীর বাড়িতে কবুতর চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন আরিফুল মোড়ল (২৫) নামে এক যুবক। ধরা পড়া যুবককে ‘চোর’ বলায় দুই পরিবারের সদস্যরা জড়ায় বাগবিতণ্ডায়। এরপর ‘চোর’ ও তার পরিবারের সদস্যদের কিলঘুষিতে গৃহকর্তা আমিন উদ্দিন মোড়ল (৭৫) মারা যান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে যশোরের অভয়নগর উপজেলার বারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। কিন্তু বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পুলিশ জানায়, এ ঘটনায় কেউ কোনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিন উদ্দিন মোড়ল অভয়নগর উপজেলার বারান্দী গ্রামের জাবেদ আলী মোড়লের ছেলে। তিনি আমিন বয়াতি নামে পরিচিত ছিলেন। তিনি এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে জারি গান গাইতেন। কয়েক বছর আগে থেকে তিনি জারি গান গাওয়া ছেড়ে দিয়েছেন।

আমিন উদ্দিন মোড়লের ছেলে মতিয়ার রহমান মোড়ল সাংবাদিকদের জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশী মোবারক মোড়লের ছেলে আরিফুল মোড়ল তাদের বাড়িতে কবুতর চুরি করতে গিয়ে ধরা পড়েন। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে যান আরিফুলের দুই চাচা মিজানুর মোড়ল (৪০) ইশারত মোড়ল (৬০) এবং মিজানুর মোড়লের স্ত্রী মৌসুমী বেগম (৩৫)। আরিফুলকে চোর বলায় তারা তার বাবা আমিন উদ্দিন মোড়লের বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা তার বাবাকে এলোপাতাড়ি কিলঘুষি এবং চাপাতির পেছন দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাকিবুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। তার বুকে দুটি ক্ষতচিহ্ন ছিল।’

বুধবার সন্ধ্যায় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবুতর চুরি করাকে কেন্দ্র করে কিলঘুষিতে আমিন উদ্দিন মোড়ল মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চার জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষাণীর মৃত্যু
সর্বশেষ খবর
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
২০২৮ সালের আইপিএল ৯৪ ম্যাচে করার ভাবনা
২০২৮ সালের আইপিএল ৯৪ ম্যাচে করার ভাবনা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু