মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সীমান্তবর্তী তারানগর গ্রামে আলম হোসেন (৩৫) এক মাদক বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে তারানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।
প্রতিবেশীরা জানিয়েছেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা আলম হোসেনের বাড়িতে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রমজান আলী বলেন, ‘আলম হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিজিবির সোর্স হিসেবেও কাজ করতেন। আমাদের ধারণা মাদক বেচাকেনার টাকা লেনদেন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে।’
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘মাদক বিক্রেতা আলম নিজ বাড়িতে চৌকির ওপর ঘুমিয়েছিলেন। মধ্যরাতে ছয়-সাত জনের একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। নিহতের নামে মাদক ব্যবসার অভিযোগে মুজিবনগর থানায় দুটি মামলা রয়েছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে পুলিশ।’