X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

কবর থেকে বৃদ্ধার মরদেহ চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ১৪:১৬আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৪:১৬

কুষ্টিয়ার মিরপুরে দাফনের ৩ মাস পর কবর থেকে এক বৃদ্ধার মরদেহ চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কবরস্থান থেকে ওই নারীর মরদেহ চুরি হয়। স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কচুবাড়িয়া গ্রামের মৃত সাবদার হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৭৫)। বার্ধক্যজনিত কারণে ৩ মাস আগে তিনি মারা যান। মঙ্গলবার সকালে আনোয়ারা বেগমের কবর খোঁড়া দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখা যায় কবরের ভেতর মরদেহ নেই।

স্থানীয় শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা তিন শ্রমিক সোমবার থেকে কবরস্থানে জঙ্গল পরিষ্কার করার কাজ করছি। মঙ্গলবার সকালে একটি কবর খোঁড়া দেখে সন্দেহ হলে প্রথমে ভেবেছিলাম শিয়ালে গর্ত করেছে। পরে দেখা যায় কবরের মধ্যে কোন মরদেহ নেই। পরে গ্রামবাসীকে ডেকে এনে বিষয়টি দেখাই।’

স্থানীয় আরেক শ্রমিক জসিম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কবরস্থানে জঙ্গল পরিষ্কার করতে এসে দেখি একটি কবর খোঁড়া। পরে দেখা যায় কবরের মধ্যে মরদেহের কোন অংশবিশেষ নেই।’

স্থানীয় যুবক রুবেল হোসেন বলেন, ‘আমি সোমবার দুপুরেও কবরস্থানে এসে কোনও কবর খোঁড়া দেখতে পাইনি। এর আগে এই কবরস্থান থেকে কোন মরদেহ চুরির ঘটনাও ঘটেনি।’

আনোয়ারা বেগমের ছেলে রমজান আলী বলেন, ‘সকালে মায়ের কবর খোঁড়া দেখে স্থানীয়রা আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোঁড়া এবং ভেতরে মরদেহ নেই।’

স্থানীয় ইউপি সদস্য মুন্সি মো. মাসুদ রানা জানান, কবর থেকে মরদেহ চুরি একটি ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়া প্রয়োজন।

স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ‘কচুবাড়িয়া গ্রামে কবরস্থান থেকে আনোয়ারা বেগম নামে এক নারীর মরদেহ চুরির ঘটনা ঘটেছে। গত তিন মাস আগে ওই নারীর মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
চুরি হওয়া ১০৫ মিটার তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার
মানুষের টাকা চুরি করে যারা বাইরে ফুর্তি করছেন তাদের ফেরানো আমাদের দায়িত্ব: প্রেস সচিব
গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার
সর্বশেষ খবর
রোমে বাংলাদেশ হাউজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
রোমে বাংলাদেশ হাউজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, রসুলপুরে এখন শুধু ভাঙন হাহাকার
সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, রসুলপুরে এখন শুধু ভাঙন হাহাকার
একজনকে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে ব্লাঙ্ক চেক নেওয়া প্রতারক গ্রেফতার
একজনকে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে ব্লাঙ্ক চেক নেওয়া প্রতারক গ্রেফতার
সর্বাধিক পঠিত
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা