ষষ্ঠ উপজেলা নির্বাচনে দেশের ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় কয়েক ধাপে ভোট হচ্ছে। রবিবার (৯ জুন) শেষ ধাপের নির্বাচনে খুলনার তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায় নির্বাচনে গড় ভোট পড়েছে ৪১ দশমিক ৭৯ শতাংশ। এরমধ্যে কয়রায় ৩৮ দশমিক ১৮ শতাংশ, পাইকগাছায় ৩৬ দশমিক ৩০ শতাংশ ও ডুমুরিয়ায় ৫০ দশমিক ৯০ শতাংশ ভোট পড়েছে।
এই তিন উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ২৭২, ভোট কক্ষ ১৮৯১ এবং মোট ভোটার ছিল ৬ লাখ ৮৩ হাজার ৫৮৯ জন। নির্বাচনে কয়রায় জিএম মহসিন রেজা, ডুমুরিয়ায় এজাজ আহমেদ ও পাইকগাছায় আনন্দ মোহন বিশ্বাস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খান বলেন, কয়রা উপজেলায় মোটরসাইকেল প্রতীকে জি এম মহসীন রেজা ৩৫ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে এস এম শফিকুল ইসলাম ২৭ হাজার ৩২৩ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে মো. মেহেদী হাসান ২৪ হাজার ৬৩ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস প্রতীকে নাসিমা আলম ৩৩ হাজার ৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৩৭ জন। ৬৭টি কেন্দ্রে ৬৮ হাজার ১৬৭ ভোট গৃহীত হয়। ভোটের হার ৩৮ দশমিক ১৮ শতাংশ।
তিনি জানান, পাইকগাছা উপজেলা পরিষদে চিংড়ি মাছ প্রতীকে আনন্দ মোহন বিশ্বাস ৩৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে শেখ কামরুল হাসান পেয়েছেন ৩১ হাজার ২৭৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে পালকি প্রতীকে স ম আব্দুল ওয়াহাব ১৮ হাজার ১৬৬ ভোটে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে অনিতা রাণী মণ্ডল ৩৬ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে মোট ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৩৮ জন। ৯৭টি কেন্দ্রে ৮১ হাজার ৮১০ ভোট গৃহীত হয়। ভোটের হার ৩৬ দশমিক ৩০ শতাংশ।
আর ডুমুরিয়া উপজেলায় ঘোড়া প্রতীকে এজাজ আহমেদ ৭০ হাজার ৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলেও জানান নাজমুল হুসেইন। তিনি জানান, এজাজ আহমেদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে শেখ মুনিমুর রহমান পেয়েছেন ৩৯ হাজার ৪১৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে গোবিন্দ কুমার ঘোষ ৫২ হাজার ৫৭২ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে শারমিন পারভীন ৫৫ হাজার ৮৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ১১৪ জন। ১০৮টি কেন্দ্রে ১ লাখ ৩৯ হাজার ২৮ ভোট গৃহীত হয়। ভোটের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।