X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১

বাবা হারানোর ব্যথা বোঝেন প্রধানমন্ত্রী, আমার বাবা হত্যারও বিচার করবেন: ডরিন

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ মে ২০২৪, ১৪:৫২আপডেট : ২৪ মে ২০২৪, ১৪:৫২

ভারতের কলকাতার নিউ টাউনে খুন হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জে পৌঁছেছেন।

শুক্রবার (২৪ মে) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘হত্যার পরিকল্পনাকারীকে ধরার পরই খতিয়ে দেখা যাবে আসলে কী কারণে সে এত বড় অপকর্ম ঘটালো। এর বিচার অবশ্যই হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বাবা হত্যার বিচার করেছেন। তিনি আমার বাবা হত্যারও বিচার করবেন। কারণ, তিনি বাবা হারানোর ব্যথা ভালো করেই বোঝেন। আশা করি, তিনি এই নির্মম নিষ্ঠুরতার বিচার অবশ্যই করবেন। এজন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘দিল্লি হাইকমিশনসহ সবার সঙ্গে আমার কথা হচ্ছে। ওখানকার অনেক বড় বড় কর্মকর্তা আমাকে ফোন দিয়েছেন। তারা নিজেরাই বিষয়টা দেখছেন। তারা চেষ্টা করতেছেন কিছু না কিছু বের করবেন।’

ডরিন বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্পিকারের সহযোগিতায় আমি ভিসা করতে দিয়েছি। আমার ভিসাও হয়ে গেছে। আমাকে যখন প্রয়োজন হবে তখনই আমি চলে যাবো। এখন পর্যন্ত আপডেট কিছু পাইনি। তারা ইনভেস্টিগেশন করলে প্রথমে সেটা হাইড (গোপন) রাখেন তাদের কাজের স্বার্থে। পরবর্তীতে তারা সেটা জানান। সুতরাং তারা তাদের কাজ করুক, আমরা অবশ্যই জানতে পারবো।’

পুলিশ প্রশাসন আপনাদের কীভাবে আশ্বস্ত করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইন্ডিয়ায় একটি গোয়েন্দা টিম কাজ করছে। তারা কিছু না কিছু বের করবে। বাংলাদেশের টিমও কাজ করছে তারা আর কি আশ্বস্ত করবে? তারা তো সবই বের করছেন। সবই তো দেখতেছি। খুব সহজেই আমরা বিষয়টা জানতে পেরেছি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে আনারকন্যা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। গতকালও (বৃহস্পতিবার) কথা বলেছি। আমরা আইনের আশ্রয় নেবো। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আওয়ামী লীগের দলীয় সর্বোচ্চ অভিভাবকেরা আছেন। তারা আমাদের পরামর্শ দেবেন এবং তারা অবশ্যই তাদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কালীগঞ্জের মানুষের সুখে-দুঃখে যিনি সব সময় পাশে থেকেছেন সেই মানুষটির হত্যার বিচার আমরা চাই। আমরা কোনও বিশৃঙ্খলা করতে চাই না।’

রাজনীতিতে বাবার জায়গা নিতে চান কিনা—এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন, ‘রাজনীতি অবশ্যই করতে চাই। রাজনীতি করার জন্যই তো রাজনীতি শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আছেন তিনি যেভাবে আমাকে পরামর্শ দেবেন সেভাবে চলার চেষ্টা করবো। এটা অনেক সুদূরপ্রসারী ব্যাপার, এখন আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল আলম, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, পৌর আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মন্টুসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

/কেএইচটি/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
আনার হত্যার মূল কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় ডিবি
এমপি আনার হত্যা‘পরিচয়-বেশভূষা পাল্টে পাহাড়ে আত্মগোপন করে ফয়সাল-মোস্তাফিজ’
এমপি আজীম হত্যা: গ্রেফতার মোস্তাফিজ ও ফয়সাল ৬ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
মীনা বাজারের ৩ গ্রাহক পেলেন নেপাল-কক্সবাজার-সিলেট ভ্রমণের সুযোগ
মীনা বাজারের ৩ গ্রাহক পেলেন নেপাল-কক্সবাজার-সিলেট ভ্রমণের সুযোগ
নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: ডিএমপি কমিশনারকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: ডিএমপি কমিশনারকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
রাজস্ব আদায়ে ঢাকা দক্ষিণ সিটির রেকর্ড
রাজস্ব আদায়ে ঢাকা দক্ষিণ সিটির রেকর্ড
৩৭ বছর পর পাওয়া গেল রুজভেল্টের পকেট ঘড়ি
৩৭ বছর পর পাওয়া গেল রুজভেল্টের পকেট ঘড়ি
সর্বাধিক পঠিত
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘পরিস্থিতি দেখে’ সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘পরিস্থিতি দেখে’ সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের