দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান, ঝিকরগাছা উপজেলায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও শার্শা উপজেলায় যুবলীগ নেতা মো. সোহরাব হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
ঘোষিত ফল অনুযায়ী, চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ৩১ দশমিক ৫১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে এস এম হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম মোস্তানিছুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৯৮০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা খাতুন হাঁস প্রতীকে ২৬ হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকলিমা খাতুন লাকি কলস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৯০ ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন শামীম রেজা।
ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৪৩ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে লুবনা তাক্ষী পেয়েছেন চার হাজার ১৩৯ ভোট, মোটরসাইকেল প্রতীকে রেজাউল হোসেন পেয়েছেন এক হাজার ৯১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী সাংবাদিক সৈয়দ ইমরানুর রশীদ পেয়েছেন ৪১ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের মো. কামরুজ্জামান মিন্টু পেয়েছেন ১৭ হাজার ৯৫৬ ভোট। এছাড়া আরেক প্রার্থী মো. ইদ্রিস আলী বিশ্বাস টিউবওয়েল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ১১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী জেসমিন সুলতানা পেয়েছেন ২৪ হাজার ৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের আমেনা খাতুন পেয়েছেন ১৬ হাজার ৪৮২ ভোট, ফুটবল প্রতীকে সাহানা আক্তার পেয়েছেন ১৪ হাজার ৩৯৫ ভোট, পদ্মফুল প্রতীকে আছিয়া বেগম পেয়েছেন আট হাজার ৭০০ ভোট। এই উপজেলায় ২৪ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে।
এছাড়া শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে মো. সোহরাব হোসেন নির্বাচিত হয়েছেন। উপজেলায় ১৮ দশমিক ৬৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন দোয়াত কলম প্রতীকে ৩৭ হাজার ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অহিদুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২৯১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুর রহিম সরদার তালা প্রতীকে ২২ হাজার ৯৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের শফিকুল ইসলাম মন্টু পেয়েছেন ১৪ হাজার ৪৫১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের শামীমা খাতুন ৪২ হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলেয়া ফেরদৌস হাঁস প্রতীকে পেয়েছেন সাত হাজার ৭২৯ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে তিন উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।