X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

সম্পদ নিয়ে সন্তানদের বিরোধ, ৩ মাস পর বাবার লাশ উত্তোলন

যশোর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৪, ২২:১৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২২:১৪

যশোরের চৌগাছায় হত্যা না স্বাভাবিক মৃত্যু, তা নির্ণয়ে হায়দার আলী (৭০) নামে এক বৃদ্ধের লাশ তিন মাস পর কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মাকাপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তুলেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

লাশ তোলার খবর পেয়ে ঘটনাস্থলে বৃদ্ধের স্বজন ও স্থানীয়রা ভিড় জমায়। স্বজনদের দাবি, হায়দার আলীর রেখে যাওয়া সম্পদ নিয়ে বিরোধের জেরে লন্ডনপ্রবাসী ছেলেকে হত্যা মামলায় জড়াতে লাশ তোলার আবেদন জানিয়েছেন সন্তানরা।

গত বছরের ৯ অক্টোবর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলী। স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে পরদিন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু কিছুদিন না যেতেই সন্তানরা মাকে দিয়ে বাবাকে হত্যার অভিযোগে ছোট ভাই ব্যারিস্টার এম মর্তুজার বিরুদ্ধে মামলা করান। ওই মামলায় আদালত হায়দার আলীর মৃত্যুর কারণ উদঘাটনে সিআইডিকে দায়িত্ব দেন। এরপর সিআইডি হায়দার আলীর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়। আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাকাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

মাকাপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘হায়দার আলীর রেখে যাওয়া সম্পদ নিয়ে বিরোধের কারণে স্ত্রী-সন্তান আরেক সন্তান; যিনি লন্ডনপ্রবাসী তাকে ফাঁসাতে মিথ্যা মামলা করে লাশ তোলার আবেদন করেছেন। হায়দার আলী জীবিত থাকা অবস্থায় তারা নির্যাতন করেছিলেন। মৃত্যুর পর এখন এমন কাজ করছেন। লন্ডনপ্রবাসী যে ছেলে বাবার জন্য অনেক কিছু করেছেন, তাকেই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।’ 

হায়দারের আত্মীয় শহিদুল ইসলাম বলেন, ‘হায়দার আলী বৃদ্ধ মানুষ ছিলেন। স্বাভাবিক মৃত্যু হয়েছিল। অথচ সম্পদের লোভে সন্তানরা তাদের প্রবাসী ভাইকে ফাঁসাতে মাকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন। আমরা এমন ঘটনা কখনও দেখিনি। এটি আসলে সাজানো ঘটনা।’ 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, ‘আদালতের নির্দেশে সিআইডির উপস্থিতিতে লাশ তুলে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হবে।’ 

সম্পদ নিয়ে সন্তানদের বিরোধের ব্যাপারে জানতে চাইলে কোনও কথা বলতে রাজি হননি মামলার বাদী হায়দার আলীর স্ত্রী। এ বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন সন্তানরা।

/এএম/
সম্পর্কিত
বিচারকাজে বিড়ম্বনা, সময় ও খরচ কমানোই প্রধান লক্ষ্য: আইন উপদেষ্টা
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ
বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু