X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

মা-বাবা নেই, আপনারাই আমার অভিভাবক: ডা. তুহিন

যশোর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেছেন, ‘২০০৪ সালে আমার শ্বশুর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এই চৌগাছায় এসেছিলেন। তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে নিরলস প্রচেষ্টা করে গেছেন। বর্তমানে আমার শ্বশুর-শাশুড়ি দুজন খুবই অসুস্থ। আমার মা-বাবা নেই। আপনারাই আমার অভিভাবক। নির্বাচনেও আপনাদের অভিভাবকের হাত আমার প্রতীককে বিজয়ী করতে ভূমিকা রাখবে।’

বুধবার (৩ জানুয়ারি) বিকালে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ২৬ জন নৌকা চেয়েছিলাম। তখন সবাই বলেছিলেন, নেত্রী আপনাকে মনোনয়ন দিলে আমরা নৌকাকে বিজয়ী করবো। এখন প্রতারণা করে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি কখনোই এতো মানুষের সামনে বক্তব্য দিইনি। আমার এই হাত সেবকের হাত। আমি সিঙ্গাপুর এবং ভারতে শিক্ষা নিয়ে বর্তমানে স্কয়ার হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান। আমার কাছে এই এলাকার অনেক প্রবীণ নেতা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। গত চার বছর ধরে আমার মরহুম বাবা-মায়ের নামে ঝিকরগাছায় দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান করে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছি। আমার কাছে কেউ কখনও প্রতারিত হবেন না।’

নির্বাচনি প্রতিশ্রুতি জানিয়ে ডা. তুহিন বলেন, ‘নির্বাচিত হলে এই অঞ্চলে একটি হার্ট ফাউন্ডেশন, একটি নার্সিং ইনস্টিটিউট এবং প্রবাসীদের প্রশিক্ষণের জন্য একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবো।’

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম দেবু, পৌর কাউন্সিলর আনিচুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আকরামুল ইসলাম এবং হাসান রেজা।

জনসভা শেষে নৌকার প্রার্থীর একটি প্রচার মিছিল চৌগাছা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/কেএইচটি/
সম্পর্কিত
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
নির্বাচনে অংশ নিতে ৮০-৯০ শতাংশ কাজ সম্পন্ন করে রেখেছে বিএনপি: দুদু
ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি আনোয়ারুল
সর্বশেষ খবর
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ ছাত্রদল নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে
ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ ছাত্রদল নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
মোহামেডানের প্রথম নাকি আবাহনীর হ্যাটট্রিক শিরোপা?
মোহামেডানের প্রথম নাকি আবাহনীর হ্যাটট্রিক শিরোপা?
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু