X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

কলেজছাত্রীকে সিঁদুর পরাতে গিয়ে জনতার হাতে যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ মে ২০২৩, ১৮:৪৯আপডেট : ০৩ মে ২০২৩, ১৯:৩৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের ফয়লা এলাকায় কলেজগামী এক শিক্ষার্থীর কপালে সিঁদুর দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন তপন কুমার ঘোষ নামে এক মধ্যবয়সী ব্যক্তি। বুধবার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ধরার পর তাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ সময় তার পকেট থেকে সিঁদুরের কৌটা উদ্ধার করা হয়েছে।

তপন কুমার ঘোষ উপজেলার খেদাপাড়া এলাকার গোপাল চন্দ্র ঘোষের ছেলে। তার একটি ছেলে সন্তান রয়েছে। ভুক্তভোগী শহীদ নুর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কোলা সড়ক দিয়ে কলেজে যাচ্ছিলেন একাদশ শ্রেণির তিন শিক্ষার্থী। এ সময় তাদের পিছু নেয় তপন কুমার ঘোষ। হঠাৎ ফয়লা এলাকায় পেছন দিক থেকে একটি মেয়েকে ঝাপটে ধরে কপালে সিঁদুর পরাতে যায়। এ সময় ভুক্তভোগী ও তার দুই বান্ধবীর চিৎকারে মাঠে কাজ করা স্থানীয়রা ছুটে আসেন। তাদের আসা দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় অভিযুক্ত ব্যক্তি। স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। এরপর কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরুকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে নিয়ে যায়।

ওই শিক্ষার্থীর বাবা জানান, গত একবছর ধরে তার কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল তপন কুমার ঘোষ। এ নিয়ে গ্রাম পর্যায়েও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনও সমাধান হয়নি। বুধবার মেয়ে কলেজে যাচ্ছিল, এ সময় তার তাকে সিঁদুর পরাতে যায়। তিনি এ ঘটনায় বিচার চান।

ভুক্তভোগী জানান, তিন বান্ধবীর সঙ্গে কলেজে যাচ্ছিলেন। হঠাৎ ওই ব্যক্তি তাদের পিছু নেয়। কলেজের কাছাকাছি পৌঁছালে সে কপালে সিঁদুর পরাতে যায়। এরপর বাধা দিলেও সে মুখে জোরপূর্বক সিঁদুর মাখায়। তাদের চিৎকারে আশপাশের মানুষ এসে উদ্ধার করে। প্রায় সে উত্ত্যক্ত করতো।

কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু জানান, ওই শিক্ষার্থী শহীদ নুর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি কলেজ সভাপতিকে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, তিনি বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে এসেছেন। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
পিরোজপুরে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা
সর্বশেষ খবর
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো