X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

বাংলা ভাষার প্রেমে ৫৯ বছর কাটিয়ে দিলেন সিস্টার রোজ

আবু আক্তার করন, মেহেরপুর
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭

জন্মগতভাবে ব্রিটিশ নাগরিক। মাতৃভাষা ইংরেজি হলেও বাংলার প্রেমে পড়ে দ্বিতীয় মাতৃভাষা তার বাংলা। বাংলাদেশ ও বাংলা ভাষাকে ভালবেসে ৫৯ বছর ধরে সেবা দিয়ে চলেছেন জিলিয়ান এম রোজ। ১৯৬৪ সালে বাংলাদেশে আসেন এই ব্রিটিশ নাগরিক। এখন কথা বলেন বাংলায়, পরেন শাড়ি। ২১ শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানান ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের। 

১৯৬৪ সালে ২৫ বছর বয়সে ধর্মপ্রচারের উদ্দেশ্যে ইংল্যান্ড ছেড়ে এ দেশে আসেন। বরিশালে কয়েক বছর থেকে নিজ দেশে ফিরে গেলেও ১৯৭৪ সালে বাংলার টানে আবারও চলে আসেন। ৪৯ বছর আগে সেবা দিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর মিশন হাসপাতালে যোগ দেন তিনি। পেশায় একজন নার্স জিলিয়ান এম রোজ। এদেশের প্রেমে পড়ে ৫৯টি বছর কাটিয়ে দিয়েছেন বাংলার মাটিতে। এই মাটিতেই না ফেরার শেষ ঠিকানাও চান তিনি। 

সকাল থেকে রাত পর্যন্ত নিজ হাতে বিভিন্ন রোগীকে সেবা দিয়ে চলেছেন জিলিয়ান এম রোজ। অন্য দেশের নাগরিক হয়েও এ দেশের মানুষকে পরম মমতা ও যত্নে সেবা দিচ্ছেন তিনি। সবার কাছে প্রিয় মুখ এখন নিভৃতচারী রোজ। রোজের এখন একটিই- চাওয়া বাংলার মাটিতে শেষ বিদায়। 

তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন বৃদ্ধাশ্রম। তার প্রত্যাশা বাংলাদেশ তাকে দ্বৈত নাগরিকত্ব দেবে। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটি ৯২ বছরে পা রাখবেন। 

বল্লভপুর মিশন হাসপাতালের নার্স পাপিয়া মন্ডল বলেন, ‘সিস্টার রোজের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। দেখে মনে হয় না তিনি ভিনদেশী। প্রথমদিকে তার কথা বুঝতে সমস্যা হলেও এখন তিনি শুদ্ধভাবে বাংলা বলতে পারেন। যেকোন সমস্যায় তার কাছে সমধান পাওয়া যায়। এই এলাকার মানুষ তাকে মা হিসেবে ডাকে। রাত-দিন ২৪ ঘণ্টা তিনি সেবা দিয়ে চলেছেন। নিজের জন্য কোনও কিছু করেন না। আমরা তাকে নিয়ে গর্ব করি।’

সেবা দিচ্ছেন ব্রিটিশ নাগরিক জিলিয়ান এম রোজ

বল্লভপুর গ্রামের ইউপি সদস্য বাবুল মল্লিক বলেন, ‘বয়স বাড়লেও সেবা দেওয়ার আগ্রহ একটুও কমেনি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রোগীদের সেবা দিতে তিনি সব সময় ব্যস্ত। তার শেষ ইচ্ছে এই বাংলার মাটিতে তার সমাধি হোক। দেশ স্বাধীনের আগে থেকে তিনি এই বাংলাকে ভালোবেসে থেকে গেছেন। মিশন  হাসপাতালে আসার পর তার পরিবার কয়েকবার তাকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আসলেও ব্যর্থ হয়। সেবার মাঝে নিজের জীবনটা বিলিয়ে দিলেন তিনি। লন্ডন থেকে পাওয়া পেনশন দিয়ে মিশন হাসপাতালে একটি বৃদ্ধাশ্রম চালান তিনি। গরিব রোগীদের ওষুধ কেনার টাকাও দেন এই মানুষটি। আমাদের দাবি তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হোক।’

বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে জিলিয়ান এম রোজ এই অঞ্চলের মানুষকে সেবা দিয়ে আসছেন। আমরা সরকারের কাছে আবেদন করছি তার দ্বৈত নাগরিকত্ব দেওয়ার জন্য। তিনি নিজেও এই দেশের মাটিতে শেষ নিশ্বাস পর্ষন্ত থেকে যেতে চান। তার মৃত্যুর পর এই মুজিবনগরের মাটিতে সমাধির ইচ্ছার কথাও জিনিয়েছেন আমাদের। তার দ্বৈত্ব নাগরিকত্বের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবারও আবেদন করবো।’

মিস জিলিয়ান এম রোজ বাংলা ট্রিবিউনকে জানান, ‘১৯৬৪ সালে প্রথম বরিশালে এসে বাংলা ভাষা শিখেছি। বাংলা আমার দ্বিতীয় ভাষা হয়ে গেছে। আপনাদের দেশের মানুষ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে এটা আমি জানি ও তাদের শ্রদ্ধা করি। প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি এই মিশন হাসপাতাল চত্বরে মেয়েদের নিয়ে পালন করি। বাংলা ভাষায় কথা বলতে ভালো লাগে। বাংলাদেশ আমাকে সেবা দেওয়ার সুযোগ দিয়েছে, এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন সেবিকা, আমার কাজ মানুষকে সেবা দেওয়া। যতদিন বেঁচে থাকবো ততদিন এভাবে সেবা দিয়ে যাবো। 

দ্বৈত নাগরিকত্ব পেলে খুশি হতেন জানিয়ে বলেন, ‘কখনও বাংলাদেশ ছেড়ে লন্ডনে ফিরে গেলে কষ্ট হবে। বহুদিন ধরে এখানে আছি। আমি তো এদের সঙ্গে মিশে গেছি। বাংলাদেশে মারা গেলে আমাকে পাঠিয়ে দেবে কিনা বলতে পারি না। তবে বাংলার মাটিতে থাকার ইচ্ছা। অনেকদিন ধরে আছি এখানে। এ দেশের নাগরিকত্ব পেলে খুশি হতাম।’

/আরআর/
সম্পর্কিত
কৃষকের তিন হাজার সূর্যমুখীতে ফুটে উঠলো ‘অমর ২১’
দিল্লি হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
শূন্য নো-ম্যান্স ল্যান্ডভাষা দিবসে বাংলাদেশ উপ-হাইকমিশন আড়ম্বরহীন আয়োজন
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ