X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

১০৭ বছর ধরে চলছে হাডুডু খেলার আয়োজন, গ্রামজুড়ে উৎসব

তৌহিদ জামান, যশোর
২৭ জানুয়ারি ২০২৩, ২২:৫৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩৭

যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া স্কুল মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এবং জাতীয় খেলা হাডুডুর আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।

স্থানীয় পাঠান পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমবায় সমিতি আয়োজিত ১৬ দলীয় হাডুডু টুর্নামেন্ট এবার ১০৭তম আসরে গড়িয়েছে। বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

দুপুর গড়াতেই দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে। বিদ্যালয়ের আশপাশে বসেছিল নানা মুখরোচক খাবারের দোকান। টুর্নামেন্ট ঘিরে পাঠান পাইকপাড়া গ্রামের প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনরা এসেছেন খেলা দেখতে। পুরো গ্রামজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

হাডুডু দেখতে আসা এক স্কুলশিক্ষার্থী জানায়, ‘জীবনে প্রথমবার এমন খেলা দেখতে এসেছি। খেলা দেখে আমি খুব খুশি। প্রতি বছর যেন এই আয়োজন অব্যাহত থাকে।’

১৬ দলীয় হাডুডু টুর্নামেন্ট এবার ১০৭তম আসরে গড়িয়েছে

স্থানীয় বাসিন্দা খায়রুল হাসান খান হীরা বলেন, ‘হাডুডু খেলা আমাদের ঐতিহ্য। শত বছরের বেশি সময় ধরে শীতকালে আমাদের এই মাঠে খেলার আয়োজন করা হয়।’

নাতিকে নিয়ে হাডুডু খেলা দেখতে এসেছেন মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের ইজ্জত আলী মোল্লা (৮৫)। তিনি বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে আমি এখানে খেলা দেখতে আসি। একসময় এখানে লাঠিখেলা করতাম; লাঠিয়াল দলের সরদার ছিলাম। এসব খেলা আমার প্রিয়, তাই দেখতে এসেছি।’

একই উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা মোসলেম আলী (৭২) বলেন, ‘পাইকপাড়ায় আমার নানাবাড়ি। ছোটবেলায় এই গ্রামেই থাকতাম। ছোটকাল থেকেই হাডুডু দেখে আসছি এই গ্রামে। এখন নানা-নানি নেই, মামাতো ভাই ও ভাতিজারা আছে। প্রতি বছরই আসি খেলা দেখতে।’

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান বলেন, ‘এখন সচরাচর হাডুডু খেলা দেখা যায় না। প্রায় হারিয়ে যেতে বসেছে। আমাদের গ্রামের পূর্বপুরুষরা ১০৭ বছর আগে এই খেলার প্রথম আয়োজন করেন। আমরা সেই ধারাবাহিকতা এখনও ধরে রেখেছি।’

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ও অতিথিরা

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘খেলাধুলার প্রতি সরকার বিশেষ নজর দিয়েছে। জাতীয় এই খেলা যে কতটুকু জনপ্রিয়, তা আজকের আয়োজন প্রমাণ করেছে। প্রত্যেক ইউনিয়নে যেন আমাদের হারিয়ে যাওয়া খেলাগুলো আবারও জনপ্রিয় হয়, সেদিকে আমরা বিশেষ নজর রাখবো।’

এদিকে, নকআউটভিত্তিক টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম হাডুডু দল ২-০ গোলে শালিখা উপজেলার পিয়ারপুর হাডুডু দলকে হারিয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৭০ হাজার ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু