X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

কীভাবে আগুন লেগেছে খুলনার দুদক কার্যালয়ে?

খুলনা প্রতিনিধি
০৩ জুন ২০২২, ০২:০৪আপডেট : ০৩ জুন ২০২২, ০২:২৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি কক্ষের ফাইল ও আসবাবপত্র পুড়ে যাওয়ার কথা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানালেও খুলনা দুদকের উপপরিচালক বলেছেন, শুধু একটি কক্ষের আসবাবপত্র ও পুরনো ফাইলপত্র পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (২ জুন) বিকাল পৌনে ৬টার দিকে ভবনের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে ভবনে। খবর পেয়ে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনার দুদক কার্যালয়ে আগুন, পুড়লো ৬ কক্ষের ফাইলপত্র

কীভাবে কার্যালয়ে আগুন লেগেছে জানতে চাইলে রাত সাড়ে ১০টার দিকে খুলনা দুদকের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, 'ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। খুলনা দুদকের চার সদস্য ওই ভবনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করবো আমরা। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।'

তিনি বলেন, 'দুদক কার্যালয়ের তৃতীয় তলা পরিত্যক্ত ও তালাবদ্ধ অবস্থায় ছিল। সেখানে ২০ বছর আগের পুরনো ও বাতিল ফাইলপত্র সংরক্ষিত ছিল। তৃতীয় তলার একটি কক্ষে আগুন লেগেছিল। এতে পরিত্যক্ত আসবাবপত্র ও পুরনো কিছু ফাইলপত্র পুড়ে গেছে। আমি শিক্ষা সফরে বিদেশে ছিলাম। বৃহস্পতিবারই খুলনায় আসি। বিকালে কার্যালয় বন্ধ করার পর একটা বিকট শব্দ হয়। এরপর তৃতীয় তলার ওই পরিত্যক্ত ও তালাবদ্ধ কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ১৫-২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ধোঁয়া উপেক্ষা করে তারা তালা কেটে ওই কক্ষে প্রবেশ করেন। এরপর পানির পাইপের লাইন টানতে আরও ১৫ মিনিট লেগে যায়। কাজ শুরুর ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই কক্ষে গুরুত্বপূর্ণ কিংবা আলোচিত কোনও মামলার কাগজপত্র ছিল না।'

খুলনা দুদকের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, 'বিকাল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করেন। হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দরজার তালা এবং জানলার কাচ ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র নষ্ট হয়েছে।'

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের ওয়্যার হাউস ইন্সপেক্টর আজিজুর রহমান বলেন, 'আগুন লাগার খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তালা কেটে ওই কক্ষে প্রবেশ করতে আরও ১০ মিনিট সময় লাগে। তারপর আগুন নিয়ন্ত্রণে আনতে লেগেছে ২০ মিনিট। আগুনে ওই কক্ষের আলমারি, চেয়ার-টেবিলসহ আলমারিতে রক্ষিত ফাইলপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসায় আগুন ছড়াতে পারেনি।'

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানিকনগরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
মানিকনগরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
শিশু আরাধ্য আইসিইউতে, মা-বাবার শেষকৃত্য সম্পন্ন
শিশু আরাধ্য আইসিইউতে, মা-বাবার শেষকৃত্য সম্পন্ন
পূর্ব লন্ডনে অনুবাদ ব্যয়ে শীর্ষে ‘শুদ্ধ বাংলা’
পূর্ব লন্ডনে অনুবাদ ব্যয়ে শীর্ষে ‘শুদ্ধ বাংলা’
সর্বাধিক পঠিত
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন