X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

দুবলার চর ছাড়তে শুরু করেছেন জেলে-মহাজনরা

খুলনা প্রতিনিধি
২৫ মার্চ ২০২২, ০৯:২৯আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৯:৫৮



সুন্দরবনের দুবলার চরের পাঁচ মাসের শুঁটকি পল্লীর কর্মজজ্ঞ শেষের পথে। দুই-তিন দিন ধরে শুঁটকি উৎপাদনকারী পাঁচটি চরের জেলে-মহাজনরা অস্থায়ী ঘর, শুঁটকি মাচা, শুঁটকি সংরক্ষণের ঘরসহ সবকিছু গুটিয়ে চর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে বাড়ি ফেরার প্রথম যাত্রা শুরু করেছেন তারা।

বনবিভাগ জানিয়েছে, প্রথম যাত্রায় আলোরকোল, মাঝের কিল্লা, নারকেলবাড়িয়া, মেহের আলীর চর, শ্যালার চরসহ পাঁচটি চর থেকে চার শতাধিক ট্রলার ছেড়ে গেছে। একেকটি ট্রলারে ১০-১২ জন করে জেলে রয়েছেন। তাতে প্রায় পাঁচ হাজার জেলে চর ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আলোরকোল শুঁটকি পল্লীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) দিলিপ মজুমদার বলেন, শুঁটকি উৎপাদনের সবচেয়ে বড় চর হচ্ছে আলোরকোল। এখানে শুঁটকি সংরক্ষণে আসা জেলেরা ৭৭৬টি ঘরে বসবাস করতেন। জেলে-মহাজন মিলিয়ে রয়েছেন আট হাজার ৩০০ জন। একদিনেই এখান থেকে তিন হাজারের বেশি জেলে চলে গেছেন, বাকিরাও চর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, মৌসুম শেষ হতে আর কয়েকদিন বাকি। ৩১ মার্চের মধ্যে সমস্ত চর থেকে জেলে-মহাজনরা চলে যাবেন। বৃহস্পতিবার প্রথম দিনে পাঁচ হাজারের মতো জেলে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। অন্যরাও প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও জানান, মৌসুম শেষ হলেও ব্যবসায়িক হিসাব শেষ হয়নি মহাজনদের। এ কারণে শুঁটকির উৎপাদন ও রাজস্বের পরিমাণ এখন পর্যন্ত নিরুপণ করা সম্ভব হয়নি। সঠিক হিসাব পেতে আরো কয়েকদিন সময় লাগবে।

উল্লেখ্য, প্রতি বছর ১ নভেম্বর থেকে শুরু হয় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর জেলে পল্লীর আওতাধীন পাঁচটি চরে শুঁটকি উৎপাদন। চলে ৩১ মার্চ পর্যন্ত। এ বছর জেলে, মহাজন ও অন্যান্য ব্যবসায়ী মিলিয়ে প্রায় ১৫ হাজার মানুষ অবস্থান করছে পাঁচটি চরে। এ জন্য বনবিভাগ থেকে জেলে ও মহাজনদের থাকার ৯৮৫টি অস্থায়ী ঘর এবং ৬৬টি ডিপো ঘরের অনুমোদন দেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়
শান্তির জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু ভূখণ্ড ছাড়তে হবে: কিয়েভের মেয়র
শান্তির জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু ভূখণ্ড ছাড়তে হবে: কিয়েভের মেয়র
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য