X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৮

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক মাদ্রাসা রোড এলাকার বাসায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা শিউলী বেগম বাদী হয়ে জামাতা মো. কামরুল ইসলাম ওরফে স্বাধীনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। বাদীপক্ষের আইনজীবী মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গৃহবধূ খুকুমনি ওরফে মনি (১৯) চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, সোনাডাঙ্গা থানার আল ফারুক মাদ্রাসা রোডের মো. হাবিবুল্লাহর বাসায় ভাড়া থাকতেন শিউলী বেগম। প্রায় ছয় মাস আগে কামরুল ইসলামের সঙ্গে খুকুমনির বিয়ে হয়। মেয়ে ও জামাতা তার কাছেই থাকতো। এরই মধ্যে অসুস্থ মাকে দেখতে বাগেরহাটের শরণখোলায় যান শিউলী বেগম। তার স্বামী কাজের তাগিদে যশোরের কেশবপুরে গিয়েছিলেন। এই সুযোগে ১৭ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে খুকুমনির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় জামাতা কামরুল ইসলাম।

টের পেয়ে বাড়ির মালিক ও তার স্ত্রী এগিয়ে এলে ঘরের দরজা খুলে দেয় কামরুল। আগুনের বিষয়ে জানতে চাইলে বাড়ির মালিক ও তার স্ত্রীকে কামরুল জানায় চা বানাতে গিয়ে খুকুমনির গায়ে আগুন লেগেছে। 

পরে অগ্নিদগ্ধ খুকুমনিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার মা ও বাবা খুলনায় এসে পরদিন চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় ২১ ফেব্রুয়ারি মারা যায় খুকুমনি। 

শিউলী বেগম জানিয়েছেন, মৃত্যুর আগে ভিডিও বার্তায় মৃত্যুর জন্য কামরুল ইসলামকে দায়ী করেছে খুকুমনি। সে বলেছে, গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় কামরুল। পরে ঢাকায় ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি তাকে দাফন করা হয়েছে।

 

/এএম/
সম্পর্কিত
টোল প্লাজায় বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা
শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় আরেক আসামির দায় স্বীকার
রানা প্লাজা ট্র্যাজেডি: ক্ষতিপূরণ মামলা শুনানির অপেক্ষায় কেটে গেলো এক যুগ
সর্বশেষ খবর
ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার
ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার
দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য