X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গা কারাগারে নারী বন্দির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হালিমা খাতুন (৬৫) নামে হত্যা মামলায় বন্দি এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হালিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

কারাগার সূত্রে জানা গেছে, হালিমা খাতুনের স্বামী আবু বক্কর সিদ্দিক ২০১৬ সালে ৯ ফেব্রুয়ারি নিজ বসত ঘরে খুন হন। পরে নিহতের জামাতা এমদাদুল হক বাদী হয়ে শাশুড়ী হালিমা খাতুনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় হালিমা খাতুনকে ২০২১ সালের ৬ অক্টোবর গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে হালিমাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে হালিমা খাতুন চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিল।

জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া জানান, বিকালে কয়েকজন কয়েদির সঙ্গে মুড়ি খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হালিমা খাতুন। এ সময় কারারক্ষীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, বিকালে জেলা কারাগার থেকে এক নারী কয়েদিকে জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় জেলা কারাগারের চিকিৎসক ডা. মশিউর রহমান পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিএম তারিক উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের মতো অন্যায় করলে জনগণ বিএনপিকেও ছুড়ে ফেলবে: মির্জা ফখরুল
আ.লীগের মতো অন্যায় করলে জনগণ বিএনপিকেও ছুড়ে ফেলবে: মির্জা ফখরুল
ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
কাশ্মীরের পহেলগামে ফিরছে পর্যটক, তবে রয়ে গেছে ভয় 
কাশ্মীরের পহেলগামে ফিরছে পর্যটক, তবে রয়ে গেছে ভয় 
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!