X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

নিলামে উঠছে নতুন মডেলের ১৩২ গাড়ি

মোংলা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৩আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬:২৩

দীর্ঘদিন মোংলা বন্দরে পড়ে আছে আমদানি হওয়া দুই হাজার ৮৮৪ টি রিকন্ডিশন গাড়ি। নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় বিভিন্ন মডেলের এসব গাড়ির ১৩২টি নিলামে উঠছে। ১৮ জানুয়ারি এই নিলাম অনুষ্ঠিত হবে। মোংলা কাস্টমস হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী বুধবার (১২ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, নিলামে ওঠা ১৩২ টির মধ্যে হাইয়েস, নোহা, প্রাডো, নিশান পেট্রলসহ ১৬ ব্র্যান্ডের গাড়ি রয়েছে। মোংলা বন্দরে আমদানি হওয়া এসব গাড়ি নির্দিষ্ট ৩০ দিনের মধ্যে ছাড় করাতে ব্যার্থ হয়েছেন সংশ্লিষ্টরা। তাই নিয়মানুযায়ী নিলামে উঠছে এসব গাড়ি। এর আগে গত বছর ২১ বার নিলামে ওঠে প্রায় দুই হাজার গাড়ি। নিলামে অংশ নেওয়া সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশের পর বিক্রির আদেশ দেওয়া হবে, যোগ করেন রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মো. কুদরত আলী শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, মোংলা বন্দরে ২০০৯ সালের ৩ জুন ২৫৫টি রিকন্ডিশন গাড়ির আমদানি শুরু হয়। হক-বে অটোমোবাইল কোম্পানি প্রথম এই বন্দরে গাড়ি আমদানি করে। এ পর্যন্ত এক লাখ ৪৬ হাজার ১৬৩ টি গাড়ি আমদানি হয়েছে এই বন্দরে। এক লাখ ৪৩ হাজার ২৭৯ টি গাড়ি বিক্রি ও নিলামের মধ্যে দিয়ে
ডেলিভারি হয়। বর্তমানে বন্দর জেটির বিভিন্ন শেডে দুই হাজার ৮৮৪ টি গাড়ি রক্ষিত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি আব্দুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, করোনার কারণে গত দুই বছর তাদের সদস্যর চার হাজার বিক্রয়কেন্দ্র বন্ধ ছিল। এতে প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েন তারা। এই অবস্থায় বন্দরে পড়ে থাকা গাড়িগুলোর নিলাম বন্ধের দাবি জানান তিনি।    

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য ৩ জেলায় ব্যাংক বন্ধ থাকবে ১৩ এপ্রিল
পার্বত্য ৩ জেলায় ব্যাংক বন্ধ থাকবে ১৩ এপ্রিল
সিরিয়ায় শক্তি ফিরে পাচ্ছে ইসলামিক স্টেট
সিরিয়ায় শক্তি ফিরে পাচ্ছে ইসলামিক স্টেট
চবির পঞ্চম সমাবর্তনে আবেদন করেছেন ২২ হাজার ৬০০ শিক্ষার্থী
চবির পঞ্চম সমাবর্তনে আবেদন করেছেন ২২ হাজার ৬০০ শিক্ষার্থী
চার দিনের ছুটি পাচ্ছেন তিন জেলার বাসিন্দারা 
চার দিনের ছুটি পাচ্ছেন তিন জেলার বাসিন্দারা 
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল: বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে?
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল: বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে?
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার