X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২
ইয়াসের এক মাস

‘নদীতে না সাগরে আছি বুঝতে পারি না’

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
০৩ জুলাই ২০২১, ১১:০০আপডেট : ০৩ জুলাই ২০২১, ১১:০০

ঘূর্ণিঝড় ইয়াসের একমাস পূর্ণ হয় গত ২৬ জুন। তবে দুর্ভোগ কাটেনি সাতক্ষীরার আশাশুনির উপজেলার প্রতাপনগরের মানুষের। এখনও পানিতে ভাসছে ২৫ হাজারেরও বেশি মানুষ। এক স্থান থেকে অন্য স্থানে যেতে তো বটেই, অনেক মানুষকে রাত-দিন কাটাতে হচ্ছে নৌকায়।

গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। অনেক এলাকায় বাঁধ থাকলেও প্রতাপনগরের দুটি পয়েন্টের বাঁধ অরক্ষিত। আশাশুনি উপজেলা সদর থেকে প্রতাপনগর ইউনিয়নে আসার প্রধান সড়কে ক্লোজার ওঠায় নৌকায় চড়ে যেতে হয় প্রতাপনগরে। সড়ক নষ্ট এবং এলাকা প্লাবিত হয়ে রাস্তা ডুবে যাওয়ায় ইউনিয়নের ২৫ হাজারেরও বেশি মানুষের চলাচলের জন্য নৌকাই একমাত্র ভরসা।

‘নদীতে না সাগরে আছি বুঝতে পারি না’

প্রতাপনগরের তালতলা এলাকার মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা নদীতে নাকি সাগরে আছি বুঝতে পারি না। রাস্তায় বুক সমান পানি। এখন বেদেদের মতো নৌকায় ভাসমান জীবন কাটাচ্ছি। আমাদের কষ্ট দেখার কেউ নেই।’

কুড়িকাহুনিয়া এলাকার মিলন বিশ্বাস বলেন, ‘ইয়াসের কারণে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর ভেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর প্লাবিত হয়। ২৫ হাজার মানুষ আজও পানিবন্দি। সীমাহীন দুর্ভোগ ও মানবেতর দিন কাটাচ্ছি আমরা। বিশেষ করে রান্না, খাওয়া, প্রাকৃতিক কাজ এসব নিয়ে সমস্যার অন্ত নেই।’

‘নদীতে না সাগরে আছি বুঝতে পারি না’

ইউনিয়নের হরিষখালির দুটি ভাঙন পয়েন্ট, শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ অংশের দুটি পয়েন্ট এবং প্রতাপনগর সংলগ্ন পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রামের একটি ভাঙন পয়েন্ট দিয়ে প্রতাপনগর ও বন্যতলায় নিয়মিত কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর জোয়ার-ভাটা চলছে। ৪ জুন হরিষখালী ও ১৭ জুন কুড়িকাহুনিয়ায় বাঁধ দেওয়া হলেও ২৪ ঘণ্টা পার না হতেই ভেঙে যায়। ২১ জুন ঠিকাদার ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে বাঁধের চাপান সম্পন্ন হয়।

এই চাপানের মাধ্যমে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পানিমুক্ত হলেও হরিষখালী ও প্রতাপনগর সংলগ্ন পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রামের একটি পয়েন্ট দিয়ে এলাকায় এখনও পানি ঢুকছে। এতেই ডুবেছে ইউনিয়নের রাস্তা, ঘরবাড়ি।

‘নদীতে না সাগরে আছি বুঝতে পারি না’

প্রতাপনগরের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ছয়টি ওয়ার্ডের ১৫ কিলোমিটার রাস্তা পুরোপুরি নষ্ট। প্রধান সড়কগুলো যেন বড় আকারের খাল হয়ে গেছে। ভাটার সময় কিছুটা পানি সরলেও অনেক এলাকার পানি স্থায়ীভাবে আটকে গেছে। ইয়াসের পর এলাকাটা যেন ১০০ বছর অতীতে চলে গেছে। মানুষজন ভেলায় চড়ছে এখন।’

তিনি আরও বলেন, ‘মানুষ যে কী কষ্টে আছে তা চোখে না দেখলে বিশ্বাস হবে না। এলাকায় সুপেয় পানির তীব্র সংকট। ডায়রিয়ার প্রাদুর্ভাবও দেখা দিয়েছে।’

আশাশুনি উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সোহাগ খান বলেন, ‘ইয়াসের প্রভাবে আশাশুনির ১৪টি পয়েন্টের বাঁধ ভেঙে প্লাবিত হয়। অন্যসব বাঁধ মেরামত করা গেলেও হরিষখালি, বন্যতলা ক্লোজার দিয়ে পানি ঢুকে চলেছে। আগে যেখানে লোকালয় ছিল, সেখানে এখন জোয়ার-ভাটা চলছে। ৫-৬ হাজার পরিবার পুরোপুরি পানিবন্দি।’

‘নদীতে না সাগরে আছি বুঝতে পারি না’

তিনি আরও বলেন, ‘উপজেলার ইট-খোয়ায় বানানো দুই কিলোমিটার এবং কাঁচা সড়ক সম্পূর্ণ ও ১৫ কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) রাশেদুর রহমান বলেন, ‘হরিষখালী একবার বন্ধ করার পরও নদীতে পানির চাপ থাকায় আবার ভেঙেছে। দুয়েকদিনের মধ্যে আবারও বাঁধ দেবো। বন্যতলা পয়েন্টে জাইকার অর্থায়নে ঠিকাদাররা কাজ করছে। আশা করছি দ্রুত কাজ শেষ হবে।’

সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘আমি সম্প্রতি যোগদান করেছি। বিষয়টি অবগত হয়েছি। দ্রুত এলাকা পরিদর্শন করবো। মন্ত্রণালয়ে কথা বলে দ্রুত যা করার করবো।’

/এফএ/ /এফআর
সম্পর্কিত
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
জেলের জালে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ, নদীতে অবমুক্ত
সর্বশেষ খবর
ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, সন্তুষ্ট রাশিয়া
ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, সন্তুষ্ট রাশিয়া
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা জোট ও লেবার পার্টি
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা জোট ও লেবার পার্টি
যুবদল নেতার সঙ্গে বিরোধে পিটুনিতে আহত যুবকের মৃত্যু
যুবদল নেতার সঙ্গে বিরোধে পিটুনিতে আহত যুবকের মৃত্যু
কিংসের চ্যালেঞ্জ ছাপিয়ে ‘হ্যাটট্রিক জয়ে’ ট্রফি হাতে চায় আবাহনী
কিংসের চ্যালেঞ্জ ছাপিয়ে ‘হ্যাটট্রিক জয়ে’ ট্রফি হাতে চায় আবাহনী
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার দীর্ঘ যানজট