ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘আগামী নির্বাচন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে দেশে নানা ষড়যন্ত্র চলছে। এজন্য ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনার উন্নয়নের কথা জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচার করতে হবে।’
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের ২৬তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার জন্য শেখ হাসিনার যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।’
শরণখোলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আবুল হাসান মীরের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা মীর ফজলে সাইদ ডাবলু, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর করিম বাবুল, কেন্দ্রিয় ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু সাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ মনিরুজ্জামান বাদলের কবর জিয়ারত করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।