X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ইসলামী ছাত্রী সংস্থার সদস্য সন্দেহে ৪ ছাত্রী আটক, পরে মুচলেকায় মুক্তি

যশোর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৭, ১০:৩৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১০:৪১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে সংশ্লিষ্টার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আবাসিক হল থেকে শুক্রবার চার ছাত্রীকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ওই চার ছাত্রী জানিয়েছেন, তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে অভিযান চালিয়ে জঙ্গি ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ এনে চার ছাত্রীকে আটক করে। পরে বিষয়টি হলের প্রভোস্ট জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক ছাত্রীদের নিরাপদ হেফাজতে রাখেন। এরপর তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। শনিবার সকাল ১০টার দিকে দুই অভিভাবক হলের প্রভোস্টসহ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। বেলা ১২টার দিকে ছাত্রলীগ নেতারা আটক চার ছাত্রী ও তাদের অভিভাবককে প্রক্টর ড. মসিউর রহমানের অফিসে নিয়ে যান। সেখানে প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ওই চার ছাত্রীকে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের প্রমাণ না পাওয়ায় কিছু সময় পরই মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আটক ছাত্রী ও তাদের পরিবারের দাবি, তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ঘটনার শুরুতে প্রক্টর জানিয়েছিলেন, তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে অবশ্য তিনি একথা অস্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার জানান, ছাত্রী সংস্থাকে সরকার নিষিদ্ধ না করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জানান, আটক ছাত্রীদের বেশ কিছুদিন ধরে ছাত্রলীগে যোগ দেওয়ার অনুরোধ জানানো হচ্ছিল। কিন্তু তারা ছাত্রলীগে যোগ দিতে অস্বীকৃতি জানান। উপরন্তু তারা ভেতরে ভেতরে ইসলামী ছাত্রী সংস্থার (জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্রী সংগঠন) পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সাত্তার বলেন, ‘কোড অব কন্ডাক্ট অনুযায়ী যবিপ্রবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এটি না মেনে ছাত্রলীগ রাজনীতি করছে। ফলে অন্যদেরও রাজনীতি করা থেকে বিরত রাখা যায়। অনেক ইসলামী দল নিষিদ্ধ থাকলেও ইসলামী ছাত্রী সংস্থাকে সরকার নিষিদ্ধ করেনি। কাজেই ছাত্রলীগ ক্যাম্পাসে তৎপরতা চালালেও ছাত্রী সংস্থাও চালাবে।তাতে সমস্যা তো কিছু দেখি না।’

তবে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. হায়াতুজ্জামান জানান, অভিযুক্ত ছাত্রীরা হলে থাকতে পারবেন না।

আরও পড়ুন: মৎস্য খামার নিয়ে দ্বন্দ্ব: গরু-ছাগলের খোয়ারে আটকে রেখে দিনমজুরকে নির্যাতন!

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে
কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে
গাইবান্ধায় এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
গাইবান্ধায় এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
যেসব কারণে এই সময়ে ত্বকে বরফ ঘষবেন
যেসব কারণে এই সময়ে ত্বকে বরফ ঘষবেন
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়