ঝিনাইদহে সদর উপজেলায় এবার এক পুরোহিতকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নলডাঙ্গা মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে আজ মঙ্গলবার হত্যা করেছে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে হত্যা করে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
এ ঘটনার পেছনেও জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল।
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু এবং নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান মুদি দোকানি সুনীল গোমেজকে হত্যার একদিন পর এ হত্যার ঘটনা ঘটলো।
/এসটি/