টাঙ্গাইলে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের উপস্থিতিতে।
অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়ন না করেই অগ্রিম বিল উত্তোলন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের মান রক্ষা না করার মতো নানা দুর্নীতি হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. নুর আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও অভিযান চালানো হবে।