X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

পাঠাগার থেকে লুট হওয়া সেই ৪০০ বই ফেরত পেলো কর্তৃপক্ষ

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৯আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৯

টঙ্গাইলের ধনবাড়ীতে লুট হওয়া অভয়ারণ্য পাঠাগারের ৪০০ বই ফেরত দেওয়া হ‌য়ে‌ছে। এর আগে পাঠাগার থে‌কে লুট হওয়া বই নি‌য়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনসহ বি‌ভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরই প্রশাসন বই ফেরতের উদ্যোগ নেয়। রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল বইপুস্তক পাঠাগারে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়েছে।

এ সময়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং পাঠাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে টানা দুই ঘণ্টাব্যাপী সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) সা‌য়েম ইমরান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল মুন্সি, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, অভয়ারণ্য পাঠাগারের সভাপতি সুপ্তি মিত্র, সম্পাদক সঞ্জয় চন্দ্র ঘোষ, ইসলামী খেলাফত মজলিশের নেতা গোলাম রব্বানী এবং স্থানীয় সংবাদকর্মীরা। বৈঠকে কোনও নিষিদ্ধঘোষিত বই বা নাস্তিক্যবাদ প্রচারের বইপুস্তক পাওয়া যায়নি।

এর আগে গত ২৪ এপ্রিল রা‌তে ধনবাড়ী উপজেলার বাঁশহাটি মহল্লার অভয়ারণ্য পাঠাগারের চারশ বই লুট এবং ভয়ভীতি দেখিয়ে পাঠাগার বন্ধের ঘটনা ঘ‌টে।

অভয়ারণ্য পাঠাগারের সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র ঘোষ বলেন, ‘স্থানীয় প্রশাসন বিষয়টি মীমাংসা করে দিয়েছে। ওনারা আমাদের কাছে ভুল স্বীকার করেছেন। আমরাও তাদের সঙ্গে একমত পোষণ করে সকল কিছুর সমাধান করি। পাঠাগার একটি পবিত্র স্থান। জ্ঞানবিজ্ঞান ও ধর্মচর্চার জন্য সব ধরনের বইয়ের সমাহার থাকবে। ওনারা আমাদের লুট হওয়া ৪ থেকে ৫ বস্তা বই ফেরত দিয়েছেন।’

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ বলেন, ‘উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে। সভায় উভয়পক্ষই ভবিষ্যতে পাশাপাশি থেকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে অভয়ারণ্য পাঠাগারে গিয়ে সকলের উপস্থিতিতে বইগুলো কমিটির কাছে হস্তান্তর করা হয়।’

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী যুব খেলাফত মজলিশ ধনবাড়ী উপজেলা শাখার নেতা গোলাম রব্বানী কয়েকদিন আগে ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দেন, ধনবাড়ী অভয়ারণ্য পাঠাগার নাস্তিকদের কারখানা। সেখানে নিষিদ্ধঘোষিত বইপুস্তক রয়েছে। এ পাঠাগারকে উচ্ছেদ করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একদল উচ্ছৃঙ্খল যুবক পাঠাগারে প্রবেশ করে পাঠকদের ধমকিয়ে বের করে দেয়। পরে আলমারি থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, ড. জাফর ইকবালসহ দেশ-বিদেশের প্রতিষ্ঠিত লেখকদের পাঁচ শতাধিক বই বস্তাবন্দি করে নিয়ে যায়। পরে এসব বস্তাবন্দি বই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসে রেখে চলে যায় তারা।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, তিন সন্ত্রাসীকে গণপিটুনি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু