X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

‘বিএনপি নেতাকর্মী’ পরিচয়ে নির্মাণাধীন কারখানায় ১০ লাখ টাকা চাঁদা দাবি

গাজীপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ২২:৫৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২২:৫৪

গাজীপুরের শ্রীপুরে ‘বিএনপি নেতাকর্মী’ পরিচয়ে ম্যাক হ্যাচারি নামের একটি নির্মাণাধীন কারখানার কাজ বন্ধ করে দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ওই কারখানার নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা আব্দুল বারী শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন- উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), ইব্রাক একান্ত (২৬), মো. সুমন (৩৮), রাসেল আকন্দ (৩৮) এবং আলিফ আকন্দসহ (২০) তাদের অজ্ঞাত ৫০-৬০ জন সহযোগী। তবে তাদের দলীয় পদ-পদবি নিশ্চিত করতে পারেননি দলীয় নেতারা।

কারখানার নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা আব্দুল বারী বলেন, ‘শ্রীপুরের বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে ম্যাক হ্যাচারি (ইউনিট-২) কারখানা তৈরির কাজ চলছে। কয়েকদিন আগে জাহাঙ্গীর, ইব্রাক, সুমন, রাসেল ও আলিফসহ তাদের ৫০-৬০ জন সহযোগী কারখানায় এসে বিএনপির নেতাকর্মী পরিচয়ে নির্মাণকাজে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা দিতে অস্বীকৃতি জানাই আমরা। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে অভিযুক্তরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কারখানায় এসে তাদের দাবিকৃত ১০ লাখ টাকা চান। চাঁদা দিতে অস্বীকার করায় আমাকেসহ কারখানার কর্মকর্তা ও নির্মাণশ্রমিকদের হত্যার হুমকি দেন। একপর্যায়ে আমাদের মারধর করে নির্মাণকাজ বন্ধ করে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেন তারা। এর আগে একই দাবিতে অভিযুক্তরা কারখানার কাজ বন্ধ করে দিয়েছিলেন। সবশেষ মঙ্গলবার তারা কারখানার নির্মাণসামগ্রী ভাঙচুরের পর লুট করে নিয়ে যান। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় আমাদের। যাওয়ার সময় হুমকি দিয়ে যান, ১০ লাখ টাকা চাঁদা না দিলে কোনও অবস্থায় কাজ করতে দেবে না। তাদের অব্যাহত হুমকি এবং বাধার কারণে বর্তমানে কারখানার নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ নিয়ে বুধবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে আমি জানি না। কথা ছিল দলীয় নেতাকর্মীদের নিয়ে সমন্বয় করে কারখানায় নির্মাণসামগ্রী সরবরাহ করা হবে। কিন্তু ছাত্রদল কর্মী সামিউল ইসলাম একাই নির্মাণসামগ্রী সরবরাহ করছেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে কাজ চালু করে দিয়ে এসেছি।’

ছাত্রদলের কর্মী সামিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমি কার্যাদেশ পেয়ে নির্মাণসামগ্রী সরবরাহ করে আসছি। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাকে কারখানায় নির্মাণসামগ্রী সরবরাহ করতে বাধা দিচ্ছেন। এরই মধ্যে শুনেছি, তারা দলের পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছেন।’

এ ব্যাপারে জানতে বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এমনকি শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, ‘ম্যাক হ্যাচারি কারখানার নির্মাণকাজে বাধা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত: বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে
রংপুরে বিএনপি নেতা লাবলু হত্যা: অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ
নির্বাচন দ্রুত দেওয়ার লক্ষণ দেখি না: মির্জা আব্বাস
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’