গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এদিন তার মায়ের মৃত্যুতে কুলখানির অনুষ্ঠান চলছিল। গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালিত হলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের নিজ বাড়িতে শ্রীপুর পুলিশ এ অভিযান চালায়।
নাসির উদ্দিন জর্জের মা জোবেদা খাতুন বয়সজনিত কারণে গত ৫ এপ্রিল ইন্তেকাল করেন। শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা টেপিরবাড়ী গ্রামের তার নিজ বাড়িতে মায়ের কুলখানি অনুষ্ঠান চলছিল। কুলখানিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ এলাকার সকল শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করে। তার পরিবারের সদস্যদের উদ্যোগে কুলখানিতে দোয়া মাহফিল শেষে উপস্থিত লোকদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আকস্মিক পুলিশি অভিযানে উপস্থিত লোকজন হতবিহ্বল হয়ে পড়েন। কিন্তু ওই সময় নাসির উদ্দিন জর্জ বাড়িতে ছিলেন না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জর্জের বিরুদ্ধে মামলা থাকায় অভিযানের কথা স্বীকার করে বলেন, ‘নাসির উদ্দিন জর্জকে তার বাড়িতে না পাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।’