X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

স্ত্রী-শ্যালিকাকে বঁটি দিয়ে কুপিয়ে, ছেলেকে শ্বাসরোধে হত্যা করে ইয়াসিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ১৯:৩২আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২০:১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা-ছেলেসহ তিন জনের বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ইয়াসিন দুই জনকে বঁটি দিয়ে কুপিয়ে ও একজনকে শ্বাসরোধে হত্যার কথা জানিয়েছে। স্ত্রী লামিয়া আক্তার ও তার শ্যালিকা স্বপ্না আক্তারকে বঁটি দিয়ে কুপিয়ে এবং সন্তান আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা পুলিশকে জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি। রবিবার (১৩ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মিজমিজি পুকুরপাড় এলাকার স্বপ্না আক্তার (৩৫), তার বোন লামিয়া আক্তার (২৩) ও লামিয়ার চার বছর বয়সী শিশুসন্তান আব্দুল্লাহ। হত্যায় জড়িত থাকার অভিযোগে লামিয়ার স্বামী ইয়াসিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। ইয়াসিন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার দুলালের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর আগে লামিয়া আক্তারের সঙ্গে ইয়াসিনের বিয়ে হয়। তাদের সংসারে আব্দুল্লাহ নামে চার বছরের এক পুত্র সন্তান রয়েছে। তবে ইয়াসিন মাদকাসক্ত ও বেকার। তাই সংসারের খরচ চালাতে লামিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো। আর লামিয়ার বড় বোন প্রতিবন্ধী হওয়ায় তাদের সঙ্গে থাকতেন এবং শিশু আব্দুল্লাহকে দেখাশোনা করতেন।

রমজানের শেষ দিকে ইয়াসিনের সৎ মায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ঈদুল ফিতরের কিছু দিন আগে ইয়াসিন কারাগার থেকে জামিনে মুক্তি পান। তবে মাদকাসক্ত ও কোনও কাজ না করায় ইয়াসিনের সঙ্গে স্ত্রী লামিয়ার প্রায় সময় ঝগড়া হতো। এসব কারণে লামিয়ার বড় বোন স্বপ্না আক্তারও ইয়াসিনকে দেখতে পারতেন না।

আরও জানা গেছে, কিছু দিন আগে ফের লামিয়া ও ইয়াসিনের মধ্যে ঝগড়া লাগে। এর এক পর্যায়ে স্বপ্না আক্তার বটি নিয়ে ইয়াসিনকে মারতে উদ্যত হন। এ সময় ইয়াসিন বটি হাত থেকে কেড়ে নিয়ে লামিয়ার ঘাড়ে কোপ দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনা দেখে স্বপ্না চিৎকার করলে তাকেও বটি দিয়ে কোপ দেয় ইয়াসিন। পরে তাদের মৃত্যু নিশ্চিত হলে তার ছেলে আব্দুল্লাহকে হত্যা করে। আব্দুল্লাহর গলায় থাকা তাবিজের সুতা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লামিয়া ও স্বপ্নার লাশ টুকরো টুকরো করে কম্বল ও কাঁথা দিয়ে পেঁচিয়ে নেয়।

এর সঙ্গে শিশু আব্দুল্লাহর লাশ একসঙ্গে বস্তাবন্দি করে ওই রাতের কোনও এক সময়ে ভাড়া বাড়ির সামনে মাটি চাপা দেয়। এরপর নিহতদের রক্তমাখা জামাকাপড় ও হত্যার কাজে ব্যবহৃত বটি দূরে একটি পুকুরে নিয়ে ফেলে দেয়। গ্রেফতারের পর পুলিশ ইয়াসিনকে সঙ্গে নিয়ে রক্তমাখা জামাকাপড় উদ্ধার করে। তবে হত্যার কাজে ব্যবহৃত বটিটি এখনও উদ্ধার করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ইয়াসিন একা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের জানিয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। ইয়াসিন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। এর জেরে প্রথমে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। পরে তার স্ত্রীর বড় বোনকে হত্যা করে। এরপর তার ছেলেকে। হত্যার পরে সে তার স্ত্রী ও স্ত্রী বড় বোনের পা ও মাথা টুকরো টুকরো করেছে।

তিনি আরও বলেন, এই ঘটনার পরে অভিযান চালিয়ে ইয়াসিনের তথ্য অনুযায়ী রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রীর অ্যানড্রোয়েড মোবাইল ৫০০ টাকার বিনিময়ে সে এক জায়গায় বিক্রি করে দেয়। সেই মোবাইল আমরা উদ্ধার করেছি। সে এখনও নেশাগ্রস্ত। তার নেশার ঘোর এখনও পুরোপুরি কাটেনি। সে একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে আমরা এটুকু জানতে পেরেছি। তবে আমরা সবগুলো বক্তব্য যাচাই বাছাই করে সামনের দিকে এগোবো। সব বিষয়ে নিশ্চিত হলে বিস্তারিত বলতে পারবো।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার আসামি ইয়াসিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সে এখনও ১৬৪ ধারায় জবানবন্দি দেয়নি। মামলাটি তদন্ত চলছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত বলতে পারবে।

উল্লেখ্য, এ ঘটনায় গত শুক্রবার রাতে লামিয়ার মেজো বোন মুনমুন আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ইয়াসিন, তার বাবা দুলাল ও বোন শিমুকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আদালত গ্রেফতার আসামি ইয়াসিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

/এফআর/
সম্পর্কিত
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে মুখে মাটি ঢুকিয়ে হত্যা 
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক আটক
সর্বশেষ খবর
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা
যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার
যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি
আবার ইনজুরিতে নেইমার 
আবার ইনজুরিতে নেইমার 
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম