X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে নারী-শিশুসহ তিন জনের বস্তাবন্দি লাশ উদ্ধার, একজন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ১৫:১৬আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৭:২৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি খণ্ডবিখণ্ড তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৃত আ. ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তার শিশুসন্তান আব্দুল্লাহ (৪) ও বড় বোন স্বপ্না আক্তার (৩৫)। এ ঘটনায় লামিয়া আক্তারের স্বামী মো. ইয়াসিনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা এখানকার স্থানীয় বাসিন্দা। তারা খলিলুর রহমানের বাসায় ভাড়া থাকতেন। ৪ দিন যাবৎ তারা নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর খোঁজ না পেলেও আজ দুপুরে নিজ বাড়ির পাশে পুকুর পাড়ের পাশে স্থানীয়রা লাশের হাত দেখতে পায় ও দুর্গন্ধ বের হয়। পরে সেখানে মাটি খুঁড়ে তাদের খণ্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার শুরুতে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরে নিহতের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করে। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ শুরু করে নিহত লামিয়া আক্তারের স্বামী মো. ইয়াসিনকে আটক করে।

নিহতের খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা এতিম। তাদের বাবা-মা অনেক আগেই মারা গেছেন। আমার বোনের ছোট মেয়ে লামিয়া আক্তার প্রেম করে বিয়ে করে। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। আর লামিয়ার বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। তাই তারা কিছু দিন ধরে একসঙ্গে বসবাস করছিল। ৪ দিন আগে তারা তিন জন নিখোঁজ ছিল। আজ দুপুরে এসে তাদের লাশ দেখতে পাই।’

তিনি আরও বলেন, ‘লামিয়ার স্বামী ইয়াসিন বখাটে ও মাদকাসক্ত। তাদের সংসারে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিদ্ধিরগঞ্জে খণ্ডবিখণ্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। এই ঘটনায় নিহত লামিয়া আক্তারের স্বামী মো. ইয়াসিনকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।’ 

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘লামিয়ার স্বামী মো. ইয়াসিন একজন নেশাগ্রস্ত ব্যক্তি। তিনি কোনও কাজকর্ম করতেন না। যার ফলে প্রায় সময় লামিয়ার সঙ্গে তর্কবিতর্ক হতো। লামিয়ার স্বামী ইয়াসিন এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সর্বশেষ খবর
মায়ের কুলখানিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরতে পুলিশের অভিযান
মায়ের কুলখানিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরতে পুলিশের অভিযান
গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৭
গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৭
গোপালগঞ্জে ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জে ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ
বেড়েছে পেঁয়াজের দাম, সবজিও ঊর্ধ্বমুখী
বেড়েছে পেঁয়াজের দাম, সবজিও ঊর্ধ্বমুখী
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর