X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

গাজীপুরে বাটা শোরুমসহ ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৯:১১আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৯:১১

ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গাজীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ।

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের মো. সবুজের ছেলে সিয়াম খান আনিক (১৮), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মো. কামালের ছেলে শিমুল আহমেদ শাওন (২০), শরীয়তপুরের বাহেরচার থানার মোল্লারকান্দি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহীন (১৯) এবং গাজীপুরের পুর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন (২১)। 

ওসি আলী মো. রাশেদ বলেন, ‘গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বোর্ডবাজার এলাকার বাটা শোরুমের ম্যানেজার তাসলিম বাদী হয়ে গাছা থানায় একটি মামলা করেন। এ ছাড়া ওই ঘটনায় সরাসরি জড়িত, উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলামান আছে।’

/এএম/
সম্পর্কিত
বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেফতার
মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরি, গ্রেফতার ১
সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর সাড়ে ৪ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা
যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার
যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি
আবার ইনজুরিতে নেইমার 
আবার ইনজুরিতে নেইমার 
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম