X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

দ্বিতীয়বারের মতো আকাশে উড়লো জুলহাসের প্লেন

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ০৮:৪২আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:৪২

আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের চার দিনের মাথায় আবারও আকাশে উড়লো জুলহাস মোল্লার প্লেনটি। রবিবার (৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে ওড়ানো হয়েছে এই আকাশযান। এ সময় বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকসহ সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলহাসের যানটি তৈরিতে যে গবেষণা হয়েছে তা কীভাবে আরও উন্নতি ঘটানো যায় সে বিষয়ে সবাই কাজ করবো। সেই সঙ্গে তার একাডেমিক যেসব রিসোর্স ও কারিগরি সহযোগিতা প্রয়োজন সে বিষয়ে সহযোগিতা করবো।

এ সময় বিসিএল অ্যাভিয়েশনের আর ৬৬ নামের একটি হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়ে বেড়ান জুলহাস। পাশাপাশি বিমানের বিষয়ে নানা পরামর্শ দেন তাকে।

পরে বঙ্গ টিস নামের একটি সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান জুলহাসের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।

দ্বিতীয়বারের মতো আকাশে উড়লো জুলহাসের প্লেন

ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলহাসের যে কাজ তা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে। এ জন্য তাকে লেখাপড়া করতে হবে। লাইসেন্সের জন্য প্রাইভেটে পড়তে অন্তত ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হয়। সেখানে আর্থিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বুয়েট কিংবা অ্যাভিয়েশন থেকে তার পাশে দাঁড়াতে হবে। আমি ওর (জুলহাস) বিষয়ে সবসময় খোঁজখবর রাখবো। মূলত জুলহাসের প্লেন দেখতে ও তার কাজ উদ্বুদ্ধ করতেই আমার এখানে আসা।

জুলহাস মোল্লা বলেন, ‘ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমার একটি স্বপ্ন পূরণ করেছেন। তাদের হেলিকপ্টারে আমার মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়িয়ে আমার নিজ গ্রাম দেখিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই বিভিন্ন সময় কাজের বিষয়ে সহযোগিতা নিয়েছি। আগামীতে আমার গবেষণা চালিয়ে যেতে চাই।

জুলহাস আরও বলেন, ‘আমিও চাই, আমার তৈরি বিমান একদিন দেশ-বিদেশে উড়ে বেড়াবে।’

পরে জুলহাস আগত দর্শনার্থীদের হতাশ না করে এক মিনিটের জন্য তার প্লেনটি আকাশে দ্বিতীয়বারের মতো উড্ডয়ন করেন।

উল্লেখ্য, মাত্র দেড় লাখ টাকা খরচ করে জুলহাস গত কয়েকদিন আগে আরসি মডেলের একটি প্লেন তৈরি করে তা আকাশে উড়িয়ে দেশে আলোচনায় আসেন। তার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ তাকে দেখতে তার কাছে ছুটে আসছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে যান। কয়েকদিন আগে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি দল পাঠিয়ে জুলহাসকে ৫০ হাজার টাকা অনুদান দেন। জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলা ষাইট ঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।

/এফআর/
সম্পর্কিত
ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের যুগান্তকারী আবিষ্কার
হাইড্রোজেন উৎপাদনে চীনের নতুন সাফল্য
চীনের ‘কৃত্রিম সূর্যে’ নতুন মাইলফলক
সর্বশেষ খবর
মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
চিয়া সিড কীভাবে পেটের মেদ দূর করে জানেন?
চিয়া সিড কীভাবে পেটের মেদ দূর করে জানেন?
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা