X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নেতার ‘ফেসবুক প্রোফাইলে’ খালেদা জিয়ার ছবি

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১৪:৫০আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪:৫০

টাঙ্গাইলের মির্জাপুরে মাজহারুল তালুকদার পিন্টু নামে এক আওয়ামী লীগ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রোফাইল ও কাভার ফটোতে খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হয়েছে। তবে তিনি আইডিটি নিজের নয় বলে দাবি করেছেন।

মাজহারুল তালুকদার পিন্টু উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এর আগে বানাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট থেকে ‘মাজহারুল ইসলাম পিন্টু’ নামের ফেসবুক প্রোফাইল ও কাভার ফটোতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হচ্ছে। এরপর ২১ আগস্ট স্থানীয় সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং স্থানীয় বিএনপির কয়েকজন নেতার ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। আওয়ামী লীগের এই নেতার ফেসবুক আইডিতে খালেদা জিয়া এবং বিএনপির নেতাদের ছবি পোস্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটাকে ষড়যন্ত্র মনে করছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মাজহারুল তালুকদার পিন্টু বলেন, ‘আমার নাম ব্যবহার করে কেউ মাজহারুল ইসলাম পিন্টু নাম দিয়ে ফেসবুক আইডি খুলেছে। এটা আমার আইডি নয়। আমার ফেসবুক আইডির নাম মাজহারুল তালুকদার। আমাকে সমাজে হেয় করার জন্য একটি পক্ষ শত্রুতা করে এই আইডি খুলে এমন প্রচারণা চালাচ্ছে। আমি কলেজজীবনে ছাত্রদল করেছি। আমি প্রায় ২৩ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের পরপর তিনটি কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।’

তিনি আরও বলেন, ‘প্রায় দেড় বছর আগে “মাজহারুল ইসলাম পিন্টু” নাম ব্যবহার করে একটি পক্ষ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এটা আমার আইডি নয়। আমি একটি ফেসবুক আইডি ব্যবহার করি- এটার নাম মাজহারুল তালুকদার। অপপ্রচার চালানোর কারণে আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ২০২৩ সালের ১৩ আগস্ট ও ২০২৪ সালের ৯ আগস্ট সবাইকে অবগতির জন্য বিষয়টি নিয়ে পোস্ট করেছিলাম।’

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ বলেন, ‘মাজহারুল প্রায় ২০ বছর আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কী কারণে তিনি ফেসবুকে বিএনপির প্রচারণা চালাচ্ছেন বিষয়টি বুঝতে পারছি না। তিনি দল থেকে চলে গেছেন, এখন নতুন করে দলে প্রবেশের সুযোগ নেই। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানদেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
সর্বশেষ খবর
নেপালে ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক কায়সার হামিদ হান্নান
নেপালে ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক কায়সার হামিদ হান্নান
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
বগুড়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
বগুড়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আলাদা সংঘর্ষে ২ সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আলাদা সংঘর্ষে ২ সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন