এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছেন ৪৯ দেশের ১০২৩ জন বিদেশি মুসল্লি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত তাদের নাম লিপিবদ্ধ হয়েছে। তবে বিদেশি মেহমান আগমন এখনও চলমান আছে। ইজতেমায় আগত বিদেশি মুসল্লির সংখ্যা প্রতিদিন বাড়ছে। এ ছাড়া যৌতুকবিহীন বিয়ের পর্ব আছে আজ।
৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করেছেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। এর বাংলায় তরজমা করেছেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় ফজিলত ও আদব সম্পর্কে বয়ান করেন মুফতি ইয়াকুব। এরপর ১০টা থেকে খিত্তায় খিত্তায় তালিম হবে জোহর পর্যন্ত।
জোহরের নামাজের পরে বয়ান করবেন আরব মেহমানরা। তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আসরের নামাজের পর বয়ান করবেন হাফেজ মঞ্জুর। তরজমা করবেন মাওলানার রুহুল আমিন। আসরের বয়ান শেষে ময়দানের বয়ান মঞ্চে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। যেখানে পাত্র-পাত্রী কেউ কাউকেই দেখবে না ও জানবে না। বিয়েতে থাকবে না কোনও যৌতুক বা শর্ত।
এদিন মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। মাওলানা সাদ কান্ধালাভী (নিজামুদ্দিন অনুসারী) তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল রবিবার ফজরের নামাজের পর বয়ান করবেন মাওলানা মোরসালিন। তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। হেদায়েতের বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
মাওলানা সাদ কান্ধালাভী (নিজামুদ্দিন অনুসারী) তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এবারের ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমার দ্বিতীয় পর্বে (১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত) লাখ লাখ মুসল্লি দোয়া, জিকির ও ইবাদতে মশগুল রয়েছেন। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।
আরও এক মুসল্লির মৃত্যু
টঙ্গীর বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই মুসল্লির নাম আব্দুল আজিজ শেখ (৬০)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইজতেমা ময়দানে অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। এ নিয়ে এবারের দ্বিতীয় পর্বের ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু হলো।