X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

বাজারের ব্যাগে মিললো নানাবাড়ি বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

গাজীপুরের কাপাসিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর সাফায়াত সাজিদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে কাপাসিয়া সদরের মধ্যপাড়া গ্রামের কুইশা খাল এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) কাপাসিয়া সদরের মধ্যপাড়া গ্রামের নানাবাড়ি থেকে সাজিদ নিখোঁজ হয়। সে দস্যুনারায়ণপুর গ্রামের সৌদিপ্রবাসী সোহাগ মিয়ার একমাত্র ছেলে এবং কাপাসিয়ার বঙ্গতাজ প্রি-ক্যাডেট একাডেমিতে নার্সারির শিক্ষার্থী।

সাজিদের নানা মজিবুর রহমান বলেন, ‘৫-৬ দিন আগে নাতি সাফায়াত সাজিদকে নিয়ে মেয়ে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুর থেকে সাজিদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে তার মাকে নিয়ে নদীর পাড় দিয়ে খুঁজতে বের হই। ফেরার পথে বালুর গদির পাশের জঙ্গলে বাজারের ব্যাগে নাতির মরদেহ দেখতে পাই।’

ওসি কামাল হোসেন বলেন, ‘কুইশা খাল এলাকায় শিশু সাফায়াত সাজিদের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। শিশুটির পরনে প্যান্ট, হলুদ গেঞ্জি এবং সাথে একটি প্লাস্টিকের ব্যাগ রয়েছে। কোনোকিছু দিয়ে শিশুর গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাসায় এসে জানায় পরীক্ষা খারাপ হয়েছে, কিছুক্ষণ পর মিললো মরদেহ
রামপুরায় প্রেমিকার রহস্যজনক মৃত্যু, প্রেমিক পলাতক
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ভুট্টাক্ষেতে মিললো অর্ধগলিত লাশ
সর্বশেষ খবর
শেখ পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
শেখ পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
মানবপাচার রোধে দালালদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান
মানবপাচার রোধে দালালদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান
কালের কণ্ঠের সাংবাদিককে সাজা: প্রতিবাদে অবস্থান কর্মসূচি
কালের কণ্ঠের সাংবাদিককে সাজা: প্রতিবাদে অবস্থান কর্মসূচি
মিরপুরে রাস্তায় ৮টি অবৈধ গেট উচ্ছেদ
মিরপুরে রাস্তায় ৮টি অবৈধ গেট উচ্ছেদ
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ