X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

চুরির অভিযোগে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে

ফরিদপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোবাইল চুরির অভিযোগে মারধর ও কান ধরে পুরো বাজার ঘোরানো হয়েছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার একটা ভিডিও ওই দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভিডিওতে দেখা যায়, বাজারে পাঁচ-ছয় জন যুবক লাঠি হাতে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে ঘিরে রেখেছে। ওই বৃদ্ধ কান ধরে দাঁড়িয়ে রয়েছেন। এ সময় বৃদ্ধকে ‘চোর’ আখ্যা দিয়ে উপস্থিত লোকজন কটূক্তি করতে থাকে। একপর্যায়ে বৃদ্ধের হাতের ঘড়ি খুলে এক যুবক বৃদ্ধের পকেটে রাখে। বৃদ্ধ পুরো সময় কান ধরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বৃদ্ধ তার বাড়ির ঠিকানা বলেন নগরকান্দা উপজেলার মহিলা রোড। এরপর ওই বৃদ্ধকে কান ধরিয়ে ‘চোর চোর’ স্লোগান দিয়ে বাজার ঘোরানো শুরু করে ওই যুবকরা। কয়েকজন লাঠি দিয়ে পেটায়।

কালামৃধা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মিন্টু আকন বলেন, ‘আমি রবিবার সকালে বাজারে ছিলাম না। বিকালে এসে শুনেছি ওই মুরুব্বি বাজার থেকে চারটি মোবাইল ও দুই হাজার ২০০ টাকা চুরি করেছেন। মাছ বাজারে একজনের পকেট কাটতে গিয়ে ধরা পড়েন। এরপর চুরির কথা স্বীকার করলে কয়েকজন দোকানদার বাজার ঘুরিয়ে তাকে চোর হিসেবে সবার কাছে পরিচিত করান।’

ভাঙ্গা নাগরিক সমাজের আহ্বায়ক ও সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী বলেন, ‘ওই বৃদ্ধের অপরাধ করা ঠিক হয়নি। তবে প্রবীণ হিসেবে ওই লোকের প্রতি আলাদা দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল। পাশাপাশি তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করাও ঠিক হয়নি।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ‘আমি ভিডিওটা দেখি নাই এবং এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
শহীদ রিজভীর ছোট ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল নোয়াখালী
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
সর্বশেষ খবর
আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে: সিইসি
আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে: সিইসি
সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মৃতি আজও তাড়া করে উপকূলের বাসিন্দাদের
আজ ২৯ এপ্রিলসেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মৃতি আজও তাড়া করে উপকূলের বাসিন্দাদের
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে
নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু