X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

জামায়াতে ইসলামীর প্রশংসা করলেন চীনের রাষ্ট্রদূত

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ২২:৫২আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:৩৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভূমিকা অনস্বীকার্য। চীনা রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। চায়না ভাষা শেখানোর জন্য ঢাকায় একটি আধুনিক অ্যাকাডেমি গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এতে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার সংলগ্ন ওয়ামি কমপ্লেক্স এলাকায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জামায়াত আমির বলেন, ‘দরিদ্র জনগণের জন্য সহায়তা প্রদান মহান কাজ। আল্লাহ যেন তাদের ভাগ্য পরিবর্তন করেন, যাতে তারা ভবিষ্যতে অন্যদের সহায়তা করতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘জামায়াতের সহযোগিতায় পরিচালিত এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গরিব-এতিম শিশুদের জন্য আশীর্বাদস্বরূপ। চীন ভবিষ্যতে এসব শিক্ষার্থীকে চীনে প্রশিক্ষণের সুযোগ করে দিতে আগ্রহী।’

তিনি আরও উল্লেখ করেন, ‘চীন বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন উন্নয়ন খাতে কাজ করতে চায়। আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়নে পাশে থাকবো। ২০২৫ সালটি চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। এই সম্পর্ক আরও দৃঢ় হবে।’

তিনি বাংলাদেশ-চীন বন্ধুত্ব এক উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, ‘চীন এবং বাংলাদেশের সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের। বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাংয়ের ভ্রমণের সময় থেকেই এই সম্পর্কের শেকড় স্থাপন হয়। ১৯৭৬ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের মৈত্রী আরও সুদৃঢ় হয়েছে। বিগত কয়েক দশকে চীন বাংলাদেশে বিভিন্ন বড় প্রকল্পে সহযোগিতা করেছে। চীন-বাংলাদেশ মৈত্রী সেতু, কর্ণফুলী টানেল ও আলোচিত পদ্মা সেতুর কারিগরি সহায়তা এর অন্যতম উদাহরণ। এ ছাড়া সড়ক, রেল, বিদ্যুৎ খাত ও কোভিড-১৯ প্রটোকলের আওতায় সিনোফার্মের টিকা সরবরাহের মতো উদ্যোগগুলো দুই দেশের সম্পর্কের দৃঢ়তার পরিচয় বহন করে। এসব উদ্যোগ বাংলাদেশের জনগণের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নিদর্শন। আশা করা যায়, চীনের এই মানবিক ও উন্নয়নমূলক সহায়তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর ও নিবিড় হবে।’

গাজীপুরে সফিপুরের ওয়ামি কমপ্লেক্সে সকালে আয়োজিত অনুষ্ঠানে চীনা দূতাবাসের সৌজন্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আটা, চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগরের নায়েবে আমির খায়রুল হাসান, শিবিরের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আইউবীসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের যুগান্তকারী আবিষ্কার
বিএমইউ ও কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা
মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
রাতের পেঁচা এ আর রহমান!  
রাতের পেঁচা এ আর রহমান!  
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দা রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দা রিজওয়ানা হাসান
আর্থনা সামিটে বিশ্বকে ৫ উদ্যোগের আহ্বান জানালেন ড. ইউনূস
আর্থনা সামিটে বিশ্বকে ৫ উদ্যোগের আহ্বান জানালেন ড. ইউনূস
শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ
শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ
সর্বাধিক পঠিত
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা