গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহান মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ কারণে সোহান মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারও স্থান ছাত্রদলে হবে না।’
জেলা ছাত্রদলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুঙ্গিপাড়া উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লাকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর জন্য যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকে যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লার সঙ্গে সাংগঠনিক কোনও কর্মকাণ্ড না রাখার জন্য অনুরোধ করা হলো।
এর আগে সোমবার সকালে উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০২টি ইয়াবাসহ সোহান মোল্লাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বিকালে অধিদফতরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে সোহানকে কারাগারে পাঠানো হয়।