X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

তাঁত বোর্ডের চেয়ারম্যান-সচিব-অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৪ কর্মকর্তা ছয় ঘণ্টা অবরুদ্ধ

নরসিংদী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৫, ২৩:৩২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:৩২

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতরের আওতায় নেওয়ার দাবিতে বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকীসহ ১৪ কর্মকর্তাকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার (০৬ জানুয়ারি) রাত ৯টার দিকে বোর্ডের চেয়ারম্যান আগামী ১৩ জানুয়ারির মধ্যে দাবির বিপরীতে জরুরি সভার আয়োজন করবে মর্মে লিখিতপত্রে স্বাক্ষর করলে তাদের অবরুদ্ধ থেকে মুক্ত করে দেওয়া হয়।

এর আগে সোমবার বিকাল ৩টা থেকে শহরের সাহেপ্রতাপ এলাকায় কলেজের ক্যাম্পাসের একটি কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ছিলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বোর্ড সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন, অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন, অ.দা.) আকরামুজ্জামান, প্রধান হিসাবরক্ষক এবং প্রকল্প পরিচালক (অ.দা.) সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক (অ.দা.) আইয়ুব আলী, ব্যবস্থাপক (অপারেশন) মনজুরুল ইসলাম, ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) সাইফুল হক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক।

শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদফতরের আওতায় তাদের কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ছাড়াও সভা-সমাবেশ ও মানববন্ধন করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। তাঁত বোর্ড কর্মকর্তারা আজ ক্যাম্পাস পরিদর্শনে আসলে তারা একটি কক্ষে অবরুদ্ধ করেন। পরে চেয়ারম্যানের স্বাক্ষরিত পত্রে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরুদ্ধ অবস্থা থেকে সরে দাঁড়ান। পরে বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা সেখান থেকে ফিরেছেন।

বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকী স্বাক্ষরিত পত্রে লিখা ছিল, ১৩ জানুয়ারির মধ্যে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের দাবির বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং অন্যান্য অংশীজনদের নিয়ে জরুরি সভা আয়োজনের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, প্রধান দাবি নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্র অধিদফতরের অধীনে পরিচালিত হবে। 

অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে তাঁত বোর্ড চেয়ারম্যানসহ অন্যরা কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি।

/এএম/
সম্পর্কিত
দেশে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে: বস্ত্র ও পাট উপদেষ্টা
হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তাদের তালিকা চেয়েছে পাট মন্ত্রণালয়
সাবেক পাটমন্ত্রী ৬ দিনের রিমান্ডে, ডিম ছুড়লেন আইনজীবীরা
সর্বশেষ খবর
আ.লীগের মতো অন্যায় করলে জনগণ বিএনপিকেও ছুড়ে ফেলবে: মির্জা ফখরুল
আ.লীগের মতো অন্যায় করলে জনগণ বিএনপিকেও ছুড়ে ফেলবে: মির্জা ফখরুল
ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
কাশ্মীরের পহেলগামে ফিরছে পর্যটক, তবে রয়ে গেছে ভয় 
কাশ্মীরের পহেলগামে ফিরছে পর্যটক, তবে রয়ে গেছে ভয় 
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!