X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে গেলো কাভার্ডভ্যান, অল্পের জন্য রক্ষা

রাজবাড়ী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যাওয়ায় ফেরি চলাচল অন্তত ১০ ঘণ্টা বন্ধ ছিল। 

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে উঠার সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। এতে অল্পের জন্য নদীতে পড়া থেকে রক্ষা পায়। এ অবস্থায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্ধার শেষে ফেরিঘাটটি পুনরায় চালু করা হয়।

কাভার্ডভ্যানের চালক ও ফেরিঘাট সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি সংযোগ সড়ক থেকে ফেরিতে ওঠার সময় ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। এতে চালক ফিরোজ ও তার সহকারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পাশাপাশি গাড়িটি নদী পড়া থেকে রক্ষা পায়। ফলে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি।

কাভার্ডভ্যানের চালক ফিরোজ আহমেদ বলেন, ‘আমার গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল। সেটি সামনে এগিয়ে যাওয়ার পর আমি গাড়ি চালাই। হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। ফলে গাড়িটি দ্রুত গিয়ে পন্টুনে আটকে যায়। এতে আমার সহকারী মাথায় আঘাত পেয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি আমরা।’

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘাটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যাতে বড় ধরনের কোনও দুর্ঘটনা না ঘটে। সেজন্য সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি আমরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। এরপর থেকে ফেরিঘাটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ফেরি চলাচলও স্বাভাবিক আছে।’

 

/এএম/
সম্পর্কিত
দৌলতদিয়া ঘাটে চাপ নেই যানবাহনের
দৌলতদিয়া ফেরিঘাটে চাপ বেড়েছে ছোট গাড়ির
দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়
সর্বশেষ খবর
বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ
বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু