বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস প্রোগ্রামের প্রথম সেমিস্টারের ইংরেজি ও দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান-২ এর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ৪১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ও বিকালে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাউবি তথ্য ও গণসংযোগ বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর হোসেন পাইক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান।
তিনি জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। দ্বিতীয় পরীক্ষায় শুক্রবার উপাচার্য ১৩ জন, উপ-উপাচার্য (শিক্ষা) ১৫ জন ও উপ-উপাচার্য (প্রশাসন) ১৩ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কারের সুপারিশ করেন।