X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সাভার প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১৭:৫৭আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৭:৫৭

ঢাকার ধামরাই উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে চার শ্রমিক নিহতের ঘটনায় তিন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক ছাড়েন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীরামপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। 

গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা, যাতায়াতের জন্য কারখানার পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা ও কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা।

এর আগে বুধবার রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে গ্রাফিকস টেক্সটাইল লিমিটেডের শ্রমিক বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত চার শ্রমিক নিহত হন। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন শ্রমিক। 

এ ঘটনায় সকাল ৯টার দিকে কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।

গ্রাফিকস টেক্সটাইল লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘গতকাল রাতেই আমরা আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের যে দাবি তারা জানিয়েছেন, সে ব্যাপারে আমাদের পলিসি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিবহনের দাবির বিষয়টি নিয়ে আগামী শনিবার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‌‘এ ঘটনায় কারখানাটিতে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

 

/এএম/
সম্পর্কিত
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত
নিজ বাসা থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
রানা প্লাজা ধসের দিনকে জাতীয় শ্রমিক দিবস ঘোষণার দাবি এনসিপির
সর্বশেষ খবর
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ