ঢাকার ধামরাই উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে চার শ্রমিক নিহতের ঘটনায় তিন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক ছাড়েন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীরামপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা, যাতায়াতের জন্য কারখানার পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা ও কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা।
এর আগে বুধবার রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে গ্রাফিকস টেক্সটাইল লিমিটেডের শ্রমিক বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত চার শ্রমিক নিহত হন। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন শ্রমিক।
এ ঘটনায় সকাল ৯টার দিকে কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।
গ্রাফিকস টেক্সটাইল লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘গতকাল রাতেই আমরা আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের যে দাবি তারা জানিয়েছেন, সে ব্যাপারে আমাদের পলিসি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিবহনের দাবির বিষয়টি নিয়ে আগামী শনিবার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘এ ঘটনায় কারখানাটিতে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’