X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত সবার পরিচয় মিলেছে

নরসিংদী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৮

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ জনের সবার পরিচয় মিলেছে। তাদের মধ্যে ৪ জনের মরদেহ পরিবারের কাছে বিনাময়নাতদন্তে হস্তান্তর করেছে পুলিশ। দুটো গাড়ির উচ্চগতি এ ঘটনার কারণ বলে প্রাথমিক ধারণা পুলিশের।

শনিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এসব তথ্য জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন।

এরআগে, শনিবার দুপুর ১টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকাল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন– শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), শিবপুরের সাতপাড়া গ্রামের রহির ছেলে সিএনজিচালক শাহিন (৩৫), মনোহরদী উপজেলার চকবগাদী গ্রামের সমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের মোস্তফা (৪৮),  ফারুক মিয়া (৫৫) ও তার স্ত্রী নয়নতারা (৫০)।

এর মধ্যে আবু বক্কর সিদ্দিক নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মারুফা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অনার্সের শিক্ষার্থী। ফারুক ও নয়নতারা মারুফার হবু শ্বশুর-শাশুড়ি বলে জানান মারুফার ভাই শাহজাহান। মারুফা, ফারুক ও নয়নতারা নরসিংদী সদরে যাচ্ছিলেন ব্যক্তিগত কাজে। এছাড়া, কলেজ শিক্ষক আবু বক্কর সিদ্দিক যাচ্ছিলেন নিজ প্রতিষ্ঠান সরকারি মহিলা কলেজে ডিগ্রি পরীক্ষায় ডিউটি দেওয়ার উদ্দেশ্যে। বাকিরা যাচ্ছিলেন শিবপুরের ইটাখোলায়৷

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, নিহত ৬ মরদেহের মধ্যে ৪ জনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিনাময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। কলেজ শিক্ষক আবু বকর সিদ্দিক এবং সিএনজিচালক শাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে৷ রাতেই ময়নাতদন্ত করা হবে৷ এছাড়া, এই ঘটনায় সিএনজিচালক শাহিনের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে৷ এছাড়া ট্রাক ও ট্রাকচালক আটক আছে৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীর মনোহরদী থেকে ২ নারীসহ ৫ জন যাত্রী নিয়ে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়ক ধরে শিবপুরের ইটাখোলার দিকে যাচ্ছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা।  সিএনজিটি শিবপুরের চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিএনজি চালকসহ ৫ যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মোট ৬ জনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

/এমএস/
সম্পর্কিত
বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবলীগ নেতা মারা গেছেন
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
‘আমাদের জন্য দেশ স্বাধীন হয়নি’
‘আমাদের জন্য দেশ স্বাধীন হয়নি’
ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পরিকল্পনা বাতিল করেনি ইসরায়েল
ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পরিকল্পনা বাতিল করেনি ইসরায়েল
ডিসেম্বরে নির্বাচন আদায়ে ‘সর্বদলীয় জনমত’ গঠনে বিএনপি
নির্বাচন পেছানোর চক্রান্ত দেখছে ১২ দলডিসেম্বরে নির্বাচন আদায়ে ‘সর্বদলীয় জনমত’ গঠনে বিএনপি
রিকশায় থাকা ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
রিকশায় থাকা ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ