X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

‘বিষাক্ত অ্যালকোহল’ পানে প্রাণ গেলো কিশোরীর

ফরিদপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৬:৫৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৬:৫৯

‘বিষাক্ত অ্যালকোহল’ পানে এবার প্রাণ গেলো (১৭) বছর বয়সী এক কিশোরীর। সে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

রবিবার (১৩ অক্টোবর) রাত ৮টার পর ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত দুই দিনের ব্যবধানে বিষাক্ত মদ পানে ফরিদপুরে তিন নারীর প্রাণ গেলা।

ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আবিদ হোসেন বলেন, স্বপ্না বাওয়ালি নামে ১৭ বছরের এক কিশোরীর অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। রোগীর বড় বোন সুস্মিতা বাওয়ালির জানিয়েছেন, তার বোনের বিকাল থেকেই ঘন ঘন পায়খানা ও বমি হলে হাসপাতালে ভর্তি করে। ভর্তির সঙ্গে সঙ্গে তার ইসিজি করা হলে তাকে মৃত পাওয়া যায়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি জানতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে মদ পানের কথা স্বীকার করে। তবে কখন কাদের সঙ্গে মদ পান করেছে তা জানায়নি। পরে গুরুতর অসুস্থ হলে তাকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

চরভদ্রাসন থানার ওসি আব্দুল গফফার বলেন, বিষাক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দুই ছাত্রী শহরের আলীপুরে পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪) নামের দুই ছাত্রী বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে মারা যান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, অ্যালকোহল পানে মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে ভিসেরা রিপোর্টের পর বিস্তারিত জানতে পারবো ।

‘বিষাক্ত অ্যালকোহল’ পানে তিন নারীর মৃত্যু প্রসঙ্গে ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি শ্রীপ্রা গোস্বামী বলেন, কোনও অপমৃত্যু কাম্য নয়। যদি নিয়ন্ত্রিতভাবে সরকারি ব্যবস্থাপনার অ্যালকোহল বিক্রি হতো তাহলে তো এই দুর্ঘটনা দেখতে হতো না। অসাধু অর্থ লোভী কিছু দুষ্টু চক্র সবসময় উৎসবের সময়ে এমন কাজ করে।

/এফআর/
সম্পর্কিত
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
চার জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষাণীর মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা